সময় মাত্র ৬ সেকেন্ড, আর এই সময়ের মধ্যেই ‘Bot’ লেখা স্ক্রিনের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে ‘Bat’ শব্দটি

সম্প্রতি সময়ে স্যোশাল মিডিয়ায় এমন কিছু ছবি ভাইরাল হচ্ছে, যা দেখে চোখ ধাধিয়ে যাচ্ছে নেটিজনদের। এই ধরনের ছবিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (optical illusion)। যা প্রথম দর্শনে বিশেষ কিছু বলে মনে না হলেও, পরবর্তীতে গভীরভাবে দেখলে বোঝা যায়, ছবির ভেতরে লুকিয়ে থাকা আসল রহস্য।

আর এই ধরনের অপটিক্যাল ইলিউশনের উত্তর যদি আপনি সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার দৃষ্টি খুবই তীক্ষ্ণ এবং সেইসঙ্গে আপনি ক্ষুরধার বুদ্ধির অধিকারী। তবে এটিকে খেলার মত মনে করে, বন্ধুদের মধ্যে কিংবা ভাই বোনদের সঙ্গে বসেও খেলতে পারেন।

এবার দেখে নিন বর্তমান সময়ে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া সেই অপটিক্যাল ইলিউশনের ছবিটা-

img 20230220 130817

এখানে ছবিতে দেখা যাচ্ছে, একটি স্ক্রিনে বেশ কয়েকবার ‘Bot’ শব্দটি লেখা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই ‘Bot’ লেখাগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে ‘Bat’ শব্দটি। এবার সময় মাত্র ৬ সেকেন্ড। আর এই ৬ সেকেন্ড সময়ের মধ্যেই এই ছবি থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ‘Bat’ শব্দটি।

img 20230220 130817

অনেক ইংরেজি শব্দের মধ্যে থেকে মাত্র ৬ সেকেন্ড সময়ের মধ্যে আপনি যদি ‘Bat’ শব্দটি খুঁজে পেয়ে যান, তাহলে বুঝতে হবে আপনি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী। আরও একবার ভালো করে দেখে নিন এই ছবিটা।

যদি এখনও বুঝতে না পারেন, তাহলে আসুন দেখে নিন ঠিক কোথায় লেখা রয়েছে ‘Bat’ শব্দটি।

img 20230220 130829

তৃতীয় লাইনের দ্বিতীয় সারির তৃতীয় শব্দটি হল ‘Bat’। আর বাকি সমস্ত লেখার মধ্যেই ‘Bot’ লেখাটি রয়েছে।