সাধারণ মানুষের পকেটে পড়বে ভার, এই বছরই বাড়তে চলেছে চালের দাম
এই বছর সরকারের গোডাউনে স্টক চালের পরিমাণ বহু গুণ কম, সাধারণ মানুষ পড়তে পারে বিপাকে

ভারত (India) একটি কৃষি প্রধান দেশ! গোটা বিশ্বে ভারত ধান উৎপাদনের (Rice production in India) দ্বিতীয় স্থানে অবস্থান করে। ভারতীয় নাগরিকরাও চাল ও চল থেকে উৎপাদিত দ্রব্য প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু ভারতসহ গোটা বিশ্বে এবছর ধানের ফলন কম হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারত থেকে ধান রপ্তানি নিষেধাজ্ঞা রয়েছে। সরকার ধান ক্রয়ের দিকে মনোযোগ বাড়ালেও সরকারি গোডাউনে মজুত চালের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় এইবার বহুগুণ কম। কেন্দ্রীয় তথ্যে ১ নভেম্বরের হিসাব অনুযায়ী, মোট চাল মজুত রয়েছে ১৬৫ লাখ টন। যা ৪ বছরের মধ্যে সর্বনিম্ন মজুত এবং গত বছরের তুলনায় ৬৩ লাখ টন কম।
গত বছর নভেম্বরের শুরুতে সরকারের গুদাম ঘরে চালের পরিমাণ ছিল ২২৯ লাখ টন। এই বছর অন্যান্য বছরের তুলনায় ধান উৎপাদন বহু কম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয় মানুষের খোরাক ব্যবহারের পর স্টোক কম বলেও মনে করা হচ্ছে।
জানিয়ে দি, ভারত থেকে রপ্তানি করা চালের একটি বড় অংশ রয়েছে। ২০২২ সালে ৯৩.৫৩ লাভ মেট্রিক টন চাল রপ্তানি করা হয়েছে, যার মধ্যে ভাঙা চালের পরিমাণ ২১.৩১ লাখ মেট্রিক টন। অর্থাৎ, মোট রপ্তানিকে যদি ১০০ শতাংশ ধরা হয় তাহলে রপ্তানির মধ্যে ভাঙ্গা চালের পরিমাণ ২২.৭৮ শতাংশ।
এখন কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, স্টক চালের পরিমাণ কম হওয়াতে বিপাকে পড়তে পারে ভারতীয় নাগরিক। বাড়তে পারে নির্ধারিত চালের দাম। মধ্যবিত্ত থেকে সাধারণ মানুষের পকেটে পরবে ভার। দেশের অর্থনীতি সম্পর্কে বিশদ তথ্য জানতে, Money9 অ্যাপটি ফ্লো করুন। এখানে Money9 এর সম্পাদক Anshuman Tiwari ‘Money Central’ প্রোগ্রামে অর্থনৈতিক বিষয়ে নানান তথ্য দিয়েছেন।
এই প্রোগ্রামে আপনি স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, সম্পত্তি, ট্যাক্স, অর্থনৈতিক নীতি ইত্যাদির সম্পর্কে জানতে পারবেন। ইতিমধ্যেই পাওয়া তথ্য অনুযায়ী চালের দাম যে বাড়তে চলেছে তা নিশ্চিত। তবে এটি কেন, কিভাবে এবং কতটা বাড়তে চলেছে? তা Money9 অ্যাপ ফ্লো করলে বুঝে উঠতে পারবেন।