প্ল্যান করে বানরের বাচ্চাকে শিকার করল সিংহী, ভাইরাল ভিডিও দেখে বুক কাঁপল নেটিজনদের

স্যোশাল মিডিয়ায় প্রতিনিয়তই কিছু না কিছু ছবি ভিডিও ভাইরাল (viral video) হতে দেখা যায়। কখনও তা হয় বেশ মজাদার, আবার কখনও তা হয় শিক্ষণীয়। আবার নেটদুনিয়ায় ভাইরাল হয়ে এমন কিছু ভিডিও দেখে চোখের কোণায় জল চিকচিক করে ওঠে নেটিজনদের। তবে বর্তমান সময়ে যে ভিডিওটি ব্যাপকহারে ভাইরাল হয়েছে, তা দেখে কিছুটা শিউরে উঠল নেটিজনরা।

আসুন প্রথমেই দেখে নেওয়াযাক, সেই ভাইরাল ভিডিও-

ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর পাড়ে বেশ কয়েকটি সিংহী (lioness) একসঙ্গে রয়েছে। তাঁরা শুধু সেখানে দাঁড়িয়েই নেই, একটি বানরের বাচ্চাকে (monkey) তাড়াও করেছে। ভয়ে নদীর পাড়ে থাকা একটি শুকনো ডালের উপর প্রাণ বাচাতে একদিকে যেমন উঠতে থাকে বানরের বাচ্চাটি, তেমনই অন্যদিকে একটি সিংহী ওই ডালে উঠছে বানরের বাচ্চাটিকে ধরার জন্য।

প্রাণ ভয়ে বানরের বাচ্চাটি আত্মরক্ষার জন্য সিংহীর দিকে হাত পা ছুড়ে সিংহীকে আক্রমণ করার চেষ্টা করলেও, সিংহীর শক্তির কাছে হার মেনে যায় বানরের বাচ্চাটা। তারপর একটা সময় গাছের ডাল থেকে লাফ দিয়ে বাচার চেষ্টা করে বানরের বাচ্চাটি। কিন্তু ভাগ্য সহায় না থাকায়, শেষরক্ষা হয় না তাঁর।

নীচে আরও কয়েকটি সিংহী থাকায়, বানরের বাচ্চাটি নীচে নামার সঙ্গে সঙ্গেই তাঁকে শিকার করে নেয় বাকি সিংহীরা। প্রাণরক্ষা করার আশায় নীচে নামলেও, শেষমেশ আর প্রাণে বাচতে পারে না বানরের বাচ্চাটি। তাঁকে অন্য সিংহীদের হাতে শিকার হতে হয়।

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও দেখে কিছুটা শিউরে ওঠে নেটিজনরা। তাঁরা অবাক হয়ে যায়, কিভাবে প্রাণরক্ষা করার চেষ্টা করেও, ব্যর্থ হয় বানরের বাচ্চাটা। নেটদুনিয়ায় এই ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।