বিতর্কের ঝড় পেরিয়ে এবার ওটিটিতে দেখা যাবে ‘দ্যা কেরালা ‘স্টোরি’! মুক্তি পাবে খুব শীঘ্রই

মুক্তি পেয়েছে গত ৫ ই মে। এরই মধ্যে বক্স অফিস নাড়িয়ে দিয়েছে বলিউড চলচ্চিত্র ‘The Kerala Story’। প্রথম থেকেই এই চলচ্চিত্র নিয়ে তর্ক বিতর্ক যেন লেগেই রয়েছে। এমন বিতর্কের ঝড় উঠেছে, যা থামার নামই নিচ্ছে না। এমনকি অনেক রাজনৈতিক দল এই ছবিটির তীব্র বিরোধিতা করে এবং ছবিটি নিষিদ্ধ করার দাবি জানায়। শুধুমাত্র দাবী জানিয়েই সীমাবদ্ধ থাকেনি। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ‘ব্যান’ হয়ে গিয়েছে এই চলচ্চিত্র।

জানিয়ে রাখি, পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের বাজেট ছিল প্রায় ৪০ কোটি টাকা। দর্শকরা চলচ্চিত্রটি মুক্তির প্রথম দিনেই এটিকে অনেক পছন্দ করছে। এই চলচ্চিত্র থেকে ইতিমধ্যেই প্রচুর অর্থ উপার্জন করেছেন নির্মাতারা। একটি খবর অনুসারে, ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটি প্রথম দিনেই বক্স অফিসে ৭.৫ কোটি টাকা সংগ্রহ করে সবাইকে অবাক করে দিয়েছে।

img 20230511 142019

দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার পেয়ে এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করা আদা শর্মা স্যোশাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। ইনস্টাগ্রামে চলচ্চিত্রের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘থিয়েটারে দাঁড়িয়ে অভিনন্দন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ”দ্য কেরালা স্টোরি” চলচ্চিত্রটি উল্লেখ করেছেন, সমালোচক এবং দর্শকরা আমার অভিনয়ের প্রশংসা করেছেন। আপনারা অনেকেই বাম্পার উদ্বোধন এবং হাউসফুল উপভোগ করেছেন। অভিনন্দন জানিয়েছে। এত স্বপ্ন আমি দেখিনি’।

জনপ্রিয় এই চলচ্চিত্রের গল্প কেরালার তিনজন নারীকে নিয়ে। যার মগজ ধোলাই করে ধর্মান্তরিত করা হয়। এর পরে, তারা সন্ত্রাসী সংগঠন আইএসআইএস-এর অন্তর্ভুক্ত বলে অভিযোগ ওঠে। যদি চলচ্চিত্রের স্টার কাস্টের কথা বলা হয়, তাহলে চলচ্চিত্রের পরিচালক সুদীপ্ত সেন এবং প্রযোজক বিপুল অমৃতলাল শাহ। এছাড়াও চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি এবং সিদ্ধি ইদনানি।

img 20230511 142043

এবার জানাই, খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পেতে চলেছে এই চলচ্চিত্র। বহু বিতর্ক পেরিয়ে দর্শকদের থেকে ব্যাপক সাড়া পাওয়ার ফলে এবার এই চলচ্চিত্র ওটিটিতে মুক্তি দেওয়ার বিষয়ে ভেবেছেন চলচ্চিত্র নির্মাতারা। তবে একটা সমস্যা হচ্ছে, এই চলচ্চিত্র মুক্তির সময় কোন স্ট্রিমিং পার্টনার ঘোষণা করেননি চলচ্চিত্র নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, জি নেটওয়ার্কের পক্ষ থেকে এই এই চলচ্চিত্রের স্ট্রিমিং স্বত্ব কিনে নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ৭ ই জুলাই এই চলচ্চিত্রের স্ট্রিমিং প্রিমিয়ারের দিন নির্ধারণ করা হয়েছে। যদিও নির্মাতাদের দিক থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।