চুল থাকবে কুচকুচে কালো, ধরবে না পাক! অনন্য আবিস্কারের পথে বিজ্ঞানীরা

কথা বলে, ‘শাড়িতেই নারী এবং নারীদের কেশেই বেশ’। তবে নারী হোক কিংবা পুরুষ, কেশ নিয়ে আলাদাই ভালোবাসা থাকে সকলের। যে যার সাধ্যমত নিজের কেশের পরিচর্যা করে, তা যত্নে রাখেন। তবে একটা বয়সের পর সকলেরই চুলে (hair) পাক ধরতে দেখা যায় এবং সেই কারণে তা সাদা হতে থাকে। তবে মানুষের মাথার চুল যদি আর না পাকে, তাহলে কেমন হয়?

এই বিষয়ের উপর গভীরভাবে গবেষণা চালায় নিউ ইয়র্ক ইউনিভার্সিটি গ্রাসরুপ স্কুল অফ মেডিসিন। তাদের দেওয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের ফলিকলে পাওয়া মেলানোসাইট স্টেম সেল (MCSCs) বৃদ্ধির জায়গায় মধ্যে চলাচলে বাঁধা পাওয়ার কারণে, চুলের রং পরিবর্তিত হয়ে যায়।

img 20230426 160859

এই বিষয়ে গবেষণা করতে গিয়ে, মানুষের পাকা চুল সম্পূর্ণ রূপে দূরে সরিয়ে দিয়ে কিভাবে কালো চুল রাখা যায়, তার উপায় খোঁজার চেষ্টা করছেন। রিপোর্ট বলছে, মানুষ এবং ইঁদুরের ত্বকের এমএসসির কারণে চুলের রং সাদা হয়। পিগমেন্ট সৃষ্টিকারী কোষগুলি বদলে যাওয়ার সময় কোষগুলি বদলে যাওয়ার সঙ্কেত দেওয়ার সময় এর বৃদ্ধি সক্রিয় হয়।

MCSC ক্রনিক স্টেম সেল অবস্থা থেকে পরিপক্কতার পরবর্তী পর্যায়ে ক্রমাগত রূপান্তরিত হওয়ার ফলে স্বাভাবিক চুল বৃদ্ধি পায়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে MCSC স্টেম সেল গহ্বরে আটকা পড়ে যাওয়াকে চুলের ফলিকল প্রদাহ বলা হয়। এখানে স্বাভাবিকভাবে বৃদ্ধিতে বাঁধা পাওয়ার কারণে নিজেদের রং আর ফিরে পায় না। সেইকারণে গবেষকরা তাঁদের গবেষণার দ্বারা বোঝানোর চেষ্টা করছে, কিভাবে MCSC গুলিকে স্থিতিশীল করা যায়। যার ফলে চুল পাকা হওয়ার থেকে বাঁচানো যায়।

img 20230426 161201

যদি এই ছিদ্র সন্নিকটে আটকে থাকা কোষগুলিকে পুনরায় সক্রিয় করা সম্ভব হয়, তাহলে আবার মানুষের চুল কালো করা সম্ভব হবে। MCSC লোমকূপের কোষের মধ্যে চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেললেই চুল সাদা হয়। নাহলে এই মেলানোসাইট স্টেম সেল (MCSCs) চুলের রং কালো রাখতে সাহায্য করে।

বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, MCSC কোষের পরিবর্তনের কারণেই মানুষের চুলে রং পরবর্তিত হয়। তাই গবেষকরা 3D ইন্ট্রাভিটাল-ইমেজিং এবং sc RNA-সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে এই প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করবে।