গায়ে উঠতে পারে ভারতের জার্সি, যশস্বী জয়সওয়ালের নাম এন্ট্রি হতেই কেরিয়ার শেষ এই ৩ ক্রিকেটারের!

এই মুহূর্তে ক্রিকেট (cricket) বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। অনেক ক্রিকেটারেই স্বপ্ন থাকে ঘরোয়া ক্রিকেটে প্রতিভার প্রকাশ ঘটিয়ে দেশের হয়ে খেলার। তবে অনেককেই দেখা যায় প্রথম দিকে দুর্দান্ত খেলার পর, শেষে দিকে হারিয়ে যেতে। আবার অনেকে নিজের প্রতিভা শেষদিন অবধি সমানভাবে ধরে রাখে। তবে এই ছেলেটার মধ্যে নিজেকে প্রমাণ করার একটা খিদে দেওয়া পাওয়া গিয়েছে।

সর্বোপরি আইপিএল এর মঞ্চে একজন বিধংসী ওপেনার ব্যাটসম্যান হিসাবে নিজের দক্ষতা প্রকাশ করা যশস্বী একজন বাঁহাতি ব্যাটসম্যান। রাজস্থান রয়্যালস দলের হয়ে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন এই ক্রিকেটার। তবে বিশেজ্ঞদের ধারণা, যদি যশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলে নেওয়া হয়, তাহলে ভারতীয় দল থেকে বাদ যেতে পার এই ৩ ক্রিকেটারের নাম।

তালিকায় রয়েছেন…

img 20230601 210536

শিখর ধাওয়ান (Shikhar Dhawan)- সফল ওপেনার ব্যাটসম্যানদের মধ্যে একজন হলেন শিখর ধাওয়ান। ভারতের এই বাঁহাতি এই ব্যাটসম্যান দেশ হোক বিদেশ, সর্বত্রই নিজের করিশ্মা দেখিয়েছেন। তবে বর্তমান সময়ে নিজের কগারাপ পারফরম্যান্সের কারণে এই ক্রিকেটারের বাদ হয়ে সেই জায়গায় যস্বাসী জয়সোয়ালের আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে।

img 20230601 210503

কে এল রাহুল (KL Rahul)- ডানহাতি এই ব্যাটসম্যান তার অসাধারণ ব্যাটিং প্রতিভার পাশাপাশি উইকেটকিপিংয়ের দিক থেকেও এগিয় রয়েছেন। ওপেনিং হোক কিংবা মাঝখান, সেখানেই তাঁকে নামাও হোক না কেন দেশ- বিদেশের মাটিতে ঝড় তোলার ক্ষমতা রাখেন তিনি। তবে মাঝপথে চোট থেকে ফিরে আসার পর সেভাবে আর তাঁকে পারফরম্যান্স করতে দেখা যায়নি। তবে বর্তমান সময়ে আইপিএলের মাঠে আবারও চোট পাওয়ায়, এই সময়ে খেলা থেকে বাইরেই রয়েছেন তিনি।

img 20230601 210524

ঈশান কিষান (Ishan Kishan)- বাঁহাতি এই উইকেটকিপার আবার ব্যাটসম্যানও। ভারতীয় দলের হয়ে t20 ফরম্যাটের অভিষেক করেই অর্ধ শতরান করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সমানতালে এই বছর আইপিএলের মাঠেও নিজের দক্ষতার প্রকাশ ঘটিয়েছেন। তবে ভারতের জার্সি গায়ে বেশকিছু সিরিজে মাঠে নামার তাঁর সুযোগ হয়নি। তাই ধারণা করা হচ্ছে, যশস্বীকে যদি ভারতীয় দলে জায়গা দেওয়া হয়, তাহলে এই খেলোয়াড়ের নাম মুছে যেতে পারে।