বড় ধামাকা আসতে চলেছে ‘মেয়েবেলা’য়! মৌ কি ধরে ফেলল বীথির আসল রূপ?

কিছুদিন হল স্টার জলসায় শুরু হয়েছে ধারাবাহিক ‘মেয়েবেলা’ (Meyebela)। এই ধারাবাহিকে একদিকে যেমন রয়েছে টেলিভিশন দুনিয়ার একগুচ্ছ নতুন মুখ, তেমনই অন্যদিকে রয়েছে চলচ্চিত্র দুনিয়ার বড় তারকা অভিনেত্রী রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)। ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করলেও, ধীরে ধীরে গল্পের খলনায়িকা হয়ে উঠছেন রূপা গাঙ্গুলি ওরফে বীথি।

এই ধারাবাহিক কিছুটা ভিন্নভাবে পরিবেশন করা হচ্ছে দর্শকদের কাছে। কারণ গতানুগতিক ধারাবাহিকগুলোর মত এখানে দেওয়া হচ্ছে না ধুম তা না না না না মিউজিক এবং ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে না দুমদাম বাজ পড়ার আওয়াজ। হালকা মিউজিকের সঙ্গে মাঝে মধ্যে টাইটেল ট্র্যাক বাজানো হচ্ছে এই ধারাবাহিকে।

img 20230429 122514

প্রথম থেকেই মিত্রবাড়ির গল্প দর্শকমহলে সেভাবে জনপ্রিয়তা না পেলেও বর্তমানে বেশ ভালোই নম্বর পাচ্ছে এই ধারাবাহিক। গল্পে দেখানো হয়েছে, সমস্যায় পড়ে গিয়ে চাঁদনীর সঙ্গে  প্রায় ১২ বছরের সম্পর্ক ভেঙ্গে মৌ’কে বিয়ে করতে বাধ্য হয় ডোডো। কিন্তু বিয়েটা বাধ্য হয়ে করলেও, ধীরে ধীরে কাছাকাছি আসার চেষ্টা করছে মৌ এবং ডোডো।

কিন্তু তাঁদের মাঝে এবার বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ডোডোর মা বীথি। সে চায় মৌ’কে সরিয়ে ডোডোর জীবনে চাঁদনীর প্রবেশ ঘটাতে। তাই ভালোমানুষি সেজে সেই কারণে নানারকম ফন্দি ফিকির এঁটেই চলেছে বীথি। কখনও মৌ আর ডোডোর ঘরের পাখা খুলিয়ে দিয়ে এসি খারাপ করে দিচ্ছে, আবার কখনও বা ঠাকুমার সোনার হার হারিয়ে মৌকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে।

img 20230429 122530

তবে এসব বাঁধা বিঘ্ন পেরিয়ে দেখা যায় পয়লা বৈশাখের দিন মিত্রবাড়িতে হাজির হয়েছে চাঁদনী। আর সেখানে গানের লড়াই খেলায় সকলকে হারিয়ে জয়ী হয় মৌ। সেখানে মৌ’র গান শুনে তাঁকে আবারও গান শেখানোর কথা দেয় ডোডো। কিন্তু এরই মাঝে তাঁদের মধ্যে এন্ট্রি নেয় চাঁদনী। সে ডোডোকে বলে তাঁরা বন্ধু হয়ে থাকতে চায়। কিন্তু চাঁদনীর প্রস্তাবে রাজী হয় না ডোডো।

এদিকে আবার দোকানে সারাতে দেওয়া ফ্যান আনতে যায় মৌ। আর মৌকে দেখে দোকানদার কাঁদো কাঁদো গলায় বলে, মিত্রবাড়ির এক মহিলা তাঁকে ফ্যান নিয়ে আসতে এবং এসি খারাপ করে দেওয়ার জন্য বলে। এই পর্যন্ত দেখার পর দর্শকদের মনে প্রশ্ন জেগেছে, তাহলে এবার কি বীথির চালাকি বুঝতে পারবে মৌ? জানতে হলে আপনাকে দেখতে হবে স্টার জলসার এই ধারাবাহিক ‘মেয়েবেলা’।