উস্কো-খুসকো চুলে দেবের গাল ভর্তি দাড়ি! ‘বাঘাযতীন’র পোস্টার মুক্তি পেতেই উচ্ছ্বসিত দর্শকরা

শুধুমাত্র ছুরি দিয়েই করেছিলেন বাঘ হত্যা। জাতীয়তাবাদ শেখানো স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (Jatindranath Mukherjee) চরিত্রে এবার দেখা যাবে টলি অভিনেতা দেবকে (dev)। বাঘাযতীন (Bagha Jatin) চরিত্রে দেবকে দেখার জন্য উদগ্রীব ভক্তরাও। শুধু তাই নয়, সেইসঙ্গে স্যোশাল মিডিয়ায় প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন ফ্যানরা।

প্রজাতন্ত্র দিবসের দিন ‘বাঘা যতীন’ চলচ্চিত্রের ছবির পোস্টার লুক প্রকাশ হতে না হতেই অভিনেতা-প্রযোজক দেবকে প্রশংসায় ভরিয়ে দিলেন নেটিজনরা। পোস্টার শেয়ার করার সঙ্গে সঙ্গে স্যোশাল মিডিয়ায় অভিনেতা দেব লেখেন, ‘কঠিন লড়াই পার করে দুশো বছরের ইংরেজ শাসনকে ধুলিস্যাৎ করে ভারতবাসী এক স্বপ্নের স্বাধীনতা পেয়েছিল। আর সেই লড়াইয়ে আমরা অনেক বীরযোদ্ধাদেরও পেয়েছি। তাঁদেরই একজন হলেন সংগ্রামী বাঘাযতীন। আর তাঁরই গল্প নিয়ে এই পুজোতে আসছি আমরা। চলচ্চিত্র মুক্তি পাবে ২০২৩ সালের ২০ শে অক্টোবর’।

img 20230130 220816

চলচ্চিত্রের ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই অভিনেতা দেবকে এক ভিন্ন রূপে দেখতে পেলেন নেটিজনরা। এই চলচ্চিত্রে এক ভয়ানক রূপ দেওয়া হয়েছে দেবকে। যেখানে রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর হাতের যাদুতে উস্কো-খুসকো চুল, গাল ভর্তি গোঁফ দাড়ি, চোখের-মুখে ধুলোবালি মাখা, কপালে লাল-হলুদ তিলক কাটা বাঘাযতীনের বেশে ধরা দিলেন দেব।

দেবকে আবারও ঐতিহাসিক চরিত্রে দেখে মুগ্ধ তাঁর অগণিত ফ্যানরা। নেটদুনিয়ায় তাঁরা লেখেন, ‘দেব দা মানেই আবারও নতুন কিছু দেখার সুযোগ’। কেউ লিখলেন, ‘অপেক্ষায় থাকলাম’। আবার কেউ লিখলেন, ‘দেব মানেই এখন পরবর্তী পর্যায়’।

পরিচালক অরুণ রায়ের এই চলচ্চিত্রে দেবের বিপরীতে দেখা যাবে ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী সৃজা দত্ত (Sreeja Dutta)। বড় পর্দায় এটাই সৃজার প্রথম এবং তাও আবার দেবের বিপরীতে হওয়ায় বেশ উৎসাহী এই নায়িকা। ‘বাঘাযতীন’র পোস্টার শেয়ার হওয়ার পাশাপাশি এই চলচ্চিত্রের চরিত্রদের লুকও শেয়ার করা হয়েছে। যেখানে ধুতি,পাঞ্জাবিতে দেবকে এবং ইন্দুবালা চরিত্রে আটপৌরে শাড়িতে সৃজাকে সেই যুগের মানুষদের মত করেই দেখতে লাগছে।