শ্রীময়ী পাল্টে দর্শকেরা নাম রাখলেন ন্যাকাময়ী, শ্রীময়ীর প্রোমো দেখে বেজায় চটে গেলেন দর্শকরা

একসময়ের স্টার জলশার টিআরপির প্রথম সারির শ্রীময়ী ধারাবাহিক বর্তমানে দর্শকদের কাছে হয়ে উঠেছে বিষ। হ্যাঁ অনেকেই শ্রীময়ী বন্ধ করে দেবার দাবি জানিয়েছেন। রহিত সেন শ্রীময়ী বিয়ের পর থেকেই ধারাবাহিকের গতি ধারা যেন নদীর উল্টো দিকে বয়ে চলেছে। অথচ শ্রীময়ী ধারাবাহিকের লেখিকা নিত্য নতুন চমক রাখতে বাদ রাখছেন না। শ্রীময়ীর নতুন সংসার, রহিত সেনের জেঠিমার কলকাঠি, জুনের নতুন করে আগমন, ধারাবাহিকের টিআরপি বাড়ানোর জন্য নতুন নতুন চমক দিয়ে চলেছেন দর্শকদের। তবে তাতেও শেষ রক্ষা হচ্ছে না। শ্রীময়ীর কোন রকম প্লটই এখন আর দর্শকদের মনের মত হচ্ছে না।

তবুও হাল ছেড়ে দেয়নি লেখিকা, তোড়জোড় করে দিয়ে চলেছেন দর্শকদের চমক। আর সেই আভাস পাওয়া যাচ্ছে শ্রীময়ী ধারাবাহিকের নতুন প্রোমোতে। সম্প্রতি শ্রীময়ী ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে আনন্দ নিকেতনে ছুটে গেছেন শ্রীময়ী ও রহিত সেন। আনন্দ নিকেতনে ঘটে গেছে এক দুর্ঘটনা। দর্শকদের অনুমান শ্রীময়ীর শশুর মারা গেছেন কিন্তু সেই পথ আটকে দাঁড়িয়েছেন তার শাশুড়ি। কোনরকম ভাবেই শ্রীময়ীকে ঘরে ঢুকতে দিতে নারাজ।

সেই পরিস্থিতিতে শ্রীময়ী কড়জোরে কাতর হয়ে আবেদন করেছে,  “শেষবারের মতো মানুষটাকে একবার দেখতে দিন মা!” তবে তাতে কোনভাবেই রাজি হননি শ্রীময়ীর শাশুড়ি। তখন রহিত সেন বলেন,  “আমি বাইরে দাঁড়াচ্ছি, ওকে অন্তত ভিতরে যেতে দিন, শেষবারে মতো একবার মানুষটাকে দেখতে দিন”। এই মুহুর্তে এখনও জানা যায়নি প্রোমোর প্লট কি তবে এই প্রোমো দেখেই দর্শকদের অনুমান শ্রীময়ীর শ্বশুর এবারে মৃত্যুশয্যায় তবে যেহেতু শ্রীময়ীর শ্বশুর ধারাবাহিকের একজন পজিটিভ চরিত্র সেই কারণে একেবারে বেজায় চটে গেছেন দর্শকেরা।

Related Articles

Back to top button