এক ধাক্কায় ৩ ডিগ্রি নামলো তাপমাত্রা পারদ..দেখুন উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক রাজ্যের আবহাওয়া খবর

এক ধাক্কায় ৩ ডিগ্রি নামলো তাপমাত্রা পারদ

বাতাসে শীতের আমেজ। গা হাতে টান ধরতে শুরু করেছে। বন্ধ হচ্ছে এসি, মানুষ হতে তুলে নিচ্ছে শীতাতপনিয়ন্ত্রক যন্ত্রের রিমোটে। গায়ে উঠছে শীতের পোশাক। শীত মানেই বাঙালির জীবনে এক অন্য অনুভূতি। পিঠে-পুলির পার্বন থেকে বড়দিনের উৎসব সবই হয় এই শীতকালে। আজ সে জন্য কলকাতার মানুষ শীতকাল আসার অপেক্ষা করেন। বড়দিনে শীতের পোশাক গায়ে পরে নিজেদের ভাগ্যবান মনে করেন শহরবাসী। সেই শহরের পুজো যেতে না যেতেই শীতের আগমন (Winter Coming In Kolkata) ঘটেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা (Temperature) আরো এক ডিগ্রি কমলো। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Temperature

কলকাতা শহরের তাপমাত্রা কমলো আরো এক ডিগ্রি। আজ এবং আগামীকাল রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department)। এই তাপমাত্রার হেরফের বুঝিয়ে দিচ্ছে বাংলায় শীত আসতে আর দেরি নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Today’s Minimum Temperature) থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম হবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা (Today’s Maximum Temperature) হবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ এই তাপমাত্রা আরো এক ডিগ্রি কমে গেল।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সারাদিন তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৯ ডিগ্রি থেকে সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল বৃষ্টি হয়নি। আজও সারাদিন আকাশ মেঘমুক্ত থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই। আজকের তুলনায় আগামী কাল অর্থাৎ মঙ্গলবার এই তাপমাত্রা আরো কমবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার রাতে তাপমাত্রা ১ ডিগ্রি থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Weather

মঙ্গলবারের পর আগামী ৩ দিনে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বলে জানিয়ে আবহাওয়া দপ্তরম কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান জেলাগুলিতে ঝাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, পশ্চিমা ঝঞ্ঝার কারণে উত্তরের হওয়া বাংলায় প্রবেশ করতে পাচ্ছিল না। তবে এই ঝঞ্ঝা কেটে গেছে। এবার আসতে আসতে উত্তরের হাওয়া বাংলায় প্রবেশ করতে শুরু করেছে। ফলে কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করেছে।