চাকরি পেতে যুবক যুবতীদের জন্য বড়ো সুযোগ, ব্যাপকহারে শুরু হচ্ছে নিয়োগ করছে TCS

২০২২ সালে যেসব ছাত্রছাত্রীরা গ্রাজুয়েশন পাশ করবে তাদের জন্য Tata Consultancy Services এর তরফ থেকে চাকরির অফার নিয়ে এলো। যদি কোন ছাত্রছাত্রী আগামী বছরে স্নাতক হন, তাহলে তারা আবেদন করতে পারবে চাকরির জন্য, আসুন বিস্তারিত জেনে নিন।

আবেদন করার শেষ তারিখ হল ২০২২ সালের ৭ই জানুয়ারি। পড়ুয়ারা আর্টস বা কমার্স বা সাইন্সএর যেকোন ছাত্র আবেদন করতে পারবে। তবে আবেদন করতে গেলে অবশ্যই পঞ্চম সেমিস্টারের রেজাল্ট থাকতে হবে। শুধু রেজাল্ট থাকলেই হবেনা মেধার ভিত্তিতেও নির্বাচন করা হবে। ওই পড়ুয়াকে অনলাইনে পরীক্ষা দিতে হবে, প্রার্থী অনলাইনে পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ সরাসরি এসে দিতে হবে ।

TCSএর পক্ষ থেকে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে ২৬শে জানুয়ারি ২০২২ সালেটে। TCS কখনো আনঅফিশিয়াল আইডি থেকে চাকরির প্রার্থীকে
ইমেল পাঠায় না, যেমন Gmail, Rediff Mail, Yahoo Mail এবং Hotmail। তারা iON এর তরফ থেকে ইমেল পাঠায়।

TCS এ যে ইউনিট গুলোতে চাকরির প্রার্থীর জন্য ফাঁকা আছে সেগুলি হলো, Congnitive Business Operation ( CBO), Banking and Financial Services and Insurance (BFSI) and Life sciences ইত্যাদিতে। TCS কিন্তু কখনো নির্বাচিত প্রার্থীর কাছ থেকে কোন টাকা নেয় না।

কিভাবে আবেদন করতে পারবে কোন পড়ুয়া?
১. TCS এর পোর্টালে গিয়ে কোন পড়ুয়া আবেদন করতে পারবে অনলাইনে।
২. এরপর রেজিস্টারে গিয়ে নিজের নাম লিখুন ও ফ্রেশার বলে উল্লেখ করুন।
৩. বাকি যা যা TCS এর পক্ষ থেকে চেয়েছে, সেটা দিয়ে ফর্ম ফিলাপ করুন।