এবার সমস্ত দেশবাসীর কাছে থাকবে নিজস্ব গাড়ি, Tata লঞ্চ করলো সবচেয়ে সস্তায় ইলেকট্রিক কার

অনেকেরই নিজস্ব গাড়ি কেনার ইচ্ছা থাকে। অনেকেই সেই স্বপ্ন পূরণ করতে চান, তবে অনেক সময় অর্থের কারণে পিছিয়ে আসতে হয়। আপনারও যদি এমন স্বপ থাকে, তবে সেই স্বপ্ন পূরণ করবে টাটা মোটরস (Tata Motors)। এই কোম্পানি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শুরু করেছে। কোম্পানি তাদের সবচেয়ে কম দামের বৈদ্যুতিক গাড়ি (Electric Car) এবার বাজারে আনবে। যার দাম থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যে। আজকের প্রতিবেদনে টাটা কোম্পানির নতুন এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানাবো। চলুন প্রতিবেদন থেকে খবরের বিস্তারিত তথ্য জেনে নিন।
বর্তমান সময়ে অনেক সংস্থা বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শুরু করেছে। ভারতের বাজারে এর চল বেশ বাড়ছে। তবে দাম অনেক বেশি। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে টাটা কোম্পানি টাটা ন্যানো (Tata Nano Ev) বৈদ্যুতিক গাড়ি বাজারে আনতে চলেছে। এমনিতে টাটা ন্যানো ভারতের বাজারে (Indian Market) প্রাপ্ত গাড়িগুলির মধ্যে সবচেয়ে কম দামের (Low Price)। পেট্রোল চালিত টাটা ন্যানো অনেক আগেই ভারতের বাজারে লঞ্চ হয়েছিল। তবে পেট্রোলের দাম অনেক বৃদ্ধি পাওয়ায় এটিকে ইলেকট্রিক গাড়ি হিসাবে লঞ্চ করার সিন্ধান্ত নিয়েছে এই সংস্থা। এই গাড়ি বাজারে আসলে দুই দিক থেকে সুবিধা হবে। প্রথমত গাড়ির দাম কম হওয়ায় সাধারণ মানুষের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। অন্যদিকে পেট্রোলের আকাশ ছোঁয়া দামের হাত থেকে রক্ষা পাবে।
টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) কয়েকদিন আগে ন্যানো ইলেকট্রিক গাড়ির খবর মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এতে মানুষের মুখে বেশ খুশি এসেছে। খুব কম দামে বৈদ্যুতিক গাড়ি নির্মাণের খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন রতন টাটা। তিনি আরো জানান যে খুব শীঘ্রই তা জনসমক্ষে আনা হবে। কাস্টম মেড টাটা ন্যানো প্রথম চড়েন স্বয়ং রতন টাটা। তিনি গাড়িটি চড়ে বেশ আনন্দ উপভোগ করেছেন। রতন টাটার সঙ্গে টাটা বৈদ্যুতিক ন্যানো গাড়ির কিছু ছবি টাটা কোম্পানি টুইটারে শেয়ার করেছে।
টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িটি তৈরি করছে টাটা মোটর্সের একটি শাখা ইলেক্ট্রা ইভি (Electra EV)। কোম্পানি এই গাড়িটির ডিজাইনের ক্ষেত্রে একটু পরিবর্তন করেছে। কাস্টম বিল্ট ন্যানো ইভিতে 72V আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গাড়িটি ফোর সিটার। এটি ১৬০ রেঞ্জ দিতে সক্ষম। এছাড়া গাড়িটি ১০ সেকেন্ডের মধ্যে ৬০ কিমি প্রতি ঘন্টা গতি তুলতে পারবে।