মার্কিন সংস্থার সাথে হাত মিলিয়ে Tata Group ভারতের লঞ্চ করতে চলেছে প্রথম হাইড্রোজেন ফুয়েল গাড়ি

ব্যবসায়ী রতন টাটার কোম্পানি টাটা মোটরস (Tata motors)ভারতের টপ গাড়ি নির্মাণ করা কোম্পানি। এই কোম্পানি বর্তমানে গাড়ি নির্মাণের ক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে। বিশেষ করে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে। কারণ যেই ভাবে টাটা মোটরস (Tata motors) কোম্পানি বাজারে একের পর এক উন্নতমানে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করে চলেছে। এর ফলে বলা যেতে পারে ভারতীয় বাজারে বাজারে একচ্ছত্র রাজত্ব করে চলেছে টাটা মোটরস কোম্পানিটি। প্রায়ই নতুন নতুন গাড়ি লঞ্চ করতে থাকায় এই কোম্পানিটি প্রায় আলোচনার বিষয় হয়ে থাকে। কিন্তু বর্তমানে এই কোম্পানিটিকে নিয়ে আলোচনা তুলনামূলক বেশি হওয়ার কারণ হলো সম্প্রতি জানতে পারা গেছে যে রতন টাটার ‘টাটা মোটরস’ কোম্পানি খুব শীঘ্রই নির্মাণ ও লঞ্চ করতে চলেছে হাইড্রোজেন ফুয়েল চালিত গাড়ি (Hydrogen fuel vehicle) । আর এই নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেম নিয়েছে এই কোম্পানি।

Tata motors

রিপোর্ট থেকে জানা গেছে সম্প্রতি টাটা মোটরস কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে আমেরিকান কোম্পানি ‘কামিন্স’ এর সাথে। দেশীয় বাজারে হাইড্রোজেন ফুয়েলে চালিত গাড়ির (Hydrogen fuel vehicle) ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এই পদক্ষেপ। এর ফলে যেমন বিশ্ব উষ্ণায়নের মতো গম্ভীর সমস্যার সমাধান হবে, তেমনই পেট্রোল, ডিজেলের মতো জ্বালানি চালিত গাড়ির ফলে গ্রাহকদের যে সমস্যা পোহাতে হচ্ছে তার থেকেও মুক্তি মিলবে। গোটা বিশ্বে গাড়ি নির্মাণকারী কোম্পানিগুলি পেট্রোল/ডিজেল জাতীয় জীবাশ্ম জ্বালানি গুলি ছেড়ে অন্য বিকল্পের জন্য কোটি কোটি টাকা খরচ করছে ও জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর উদেশ্যে কাজ করে চলেছে গাড়ি নির্মাণ কোম্পানি গুলি। জানিয়ে দি আমাদের ভারত দেশ আগামী ২০৭০ সালের মধ্যে কার্বন শুন্য দেশে পরিণত হওয়ার প্রতিজ্ঞা করেছে।

জানিয়ে দি যে হাইড্রাইজেন ফুয়েলের ক্ষেত্রে কামিন্স কোম্পানিটি একটি বড় কোম্পানি হিসাবে গোটা বিশ্বে পরিচিত। আর যেই দেশের কোম্পানি গুলি কামিন্স কোম্পানিটির হাইড্রোজেন ইঞ্জিন পাবে তার মধ্যে অন্যতম হলো ভারতের কোম্পানি টাটা মোটরস। এছাড়া টাটা মোটরস ইলেক্ট্রিক গাড়ির সেগমেন্টেও একাধিক সস্তা কিন্তু আধুনিক মানের গাড়ি লঞ্চ করছে। তবে জানিয়ে দি আগের তুলনায় গাড়ি গুলির দাম বর্তমানে একটু বৃদ্ধি পেয়েছে।

Hydrogen fuel vehicle

এছাড়া লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ৭ নভেম্বরের পর থেকে ০.৯% দাম বেড়েছে টাটা মোটরসের বিভিন্ন গাড়ির। আর চলতি মাসে ১৫.৪৯% গ্রোথ দেখিয়েছে টাটা মোটরস কোম্পানি। যেমন গত বছর এমন সময়েই টাটা মোটরস মোট ৬৭,৮২৯টি গাড়ি বিক্রি করেছিল কিন্তু এই বছর অক্টোবরে টাটা মোটরসের মোট ৭৮,৩৩৫ টি গাড়ি বিক্রি হয়েছে। তাই এই বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে টাটা মোটরস ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি করেছে ও কোম্পানির বৃদ্ধিও ঘটেছে। ৩৩% বৃদ্ধি পাওয়ায় এবছর অক্টোবরে মোট ৪৫,৪২৩ টি ইউনিট বিক্রি করেছে টাটা মোটরস। আর অনুমান করা হচ্ছে এই বিক্রির পরিমান ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।