খুব দ্রুত বিশ্বের বাজার দখল করতে চলেছে টাটা মোটরসের বৈদ্যুতিক গাড়ি

বেশ কিছুদিন আগেই টাটার তরফ থেকে ঘোষণা করা হয়েছিল বৈদ্যুতিক গাড়ি যথেষ্ট সাফল্য লাভ করবে। টাটা মোটরসের এই কথাকে সত্য প্রমাণ করে বৈদ্যুতিক গাড়ি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। এর আগে ইন্ডিয়ান মার্কেটে টাটা মোটরসের দুই চাকার গাড়ি যথেষ্ট সাফল্য লাভ করেছিল । এরপরই চারচাকা গাড়ির ক্ষেত্রে ভাবনাচিন্তা শুরু করেছিল টাটা মোটরস এবং বাজারে লঞ্চ করা হয়েছিল চার চাকার বৈদ্যুতিক গাড়ি। কিছুদিন আগেই একদিনে রেকর্ড সংখ্যক মানুষ ওলা ইলেকট্রিক স্কুটার বুক করেছিল। টাটা মোটরসের পরবর্তী পদক্ষেপ হিসাবে চারচাকা গাড়ির ক্ষেত্রেও এই একই রকম সাড়া মিলবে বলে আশা করা যাচ্ছে। টাটা মোটরসের পক্ষ থেকে ১০,০০০ টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করে রেকর্ড গড়েছে । গত ৩১ শে আগস্ট টাটা মোটরসের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছিল Tata Tigor EV । প্রাথমিকভাবে গাড়িটির ফিচারস দেখেই বোঝা গিয়েছিল অত্যন্ত জনপ্রিয় হবে গাড়িটি। একটি বিশেষ ধরনের টিল ব্লু কালার ব্যবহার করা হয়েছিল গাড়িটিতে এবং অভ্যন্তরীণ ইন্টেরিয়ার এই একই রং এর ছোঁয়া স্পষ্ট ছিল । এক ঝলক দেখে আর পাঁচটা টিগরের থেকে আলাদা করা যাবেনা এই নতুন গাড়িটি । দেশের কিছু শোরুমে প্রায় ২১ হাজার টাকা দিয়ে প্রি বুক হয়েছিল গাড়িটি। ১০,০০০ টি টিগর ইভি এর বিক্রির রেকর্ড গড়েছিল টাটা মোটরস।

টাটার এই টিগর লঞ্চ এ বিপুল সাফল্য পাবার পরই টাটা মোটরসের পক্ষ থেকে ঠিক করা হয়েছিল পরবর্তীকালে এই নিয়ে আরো এগোনো যাবে । একসাথে বিপুল হারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি হওয়ার পর খুবই উচ্ছ্বসিত ছিল টাটা গোষ্ঠী। টাটার তরফ থেকে বলা হয়েছিল, “ক্রেতারা যে আমাদের উপর ভরসা করেছেন এবং আমাদের গাড়ি পছন্দ করেছে এজন্য আমরা সত্যি কৃতজ্ঞ। ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে পেরে আমরাও খুবই খুশি । বর্তমানে বৈদ্যুতিক গাড়ির ভিত শক্ত হচ্ছে ক্রেতাদের হাত ধরেই। ”

প্রসঙ্গত বিশ্বকে সবুজায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ টাটা গোষ্ঠী। পরিবেশ দূষণের বিপক্ষে এই গাড়ি। ভবিষ্যতে জন্য ক্রেতাদের জন্য আরও পরিবেশবান্ধব গাড়ি নিয়ে আসবে এই গোষ্ঠী। এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য টাটা পাওয়ার, টাটা কেমিক্যালস, টাটা মোটর ফাইন্যান্স ,ক্রোমা ইত্যাদি সংস্থার শাখাটির সাথে একসাথে পথ চলবে টাটা গোষ্ঠী। উল্লেখ্য দেশের প্রায় একশ কুড়িটি শহরে ৭০০ বেশি টাটার চার্জিং স্টেশন রয়েছে। ভবিষ্যতে তাদের পরিকল্পনা সম্প্রসারনের জন্য এই চার্জিং স্টেশনের সংখ্যা এবং পরিমাণ আরো বাড়ানো হবে।

ক্রেতাদের কাছে টাটা মোটরসের গাড়ি অত্যন্ত জনপ্রিয় হওয়ার পিছনে একটি কারণ হলো এই গোষ্ঠী বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে ziptron টেকনোলজির ব্যবহার করে থাকে ।গত বছর তাদের এই টেকনোলজির উপর ভরসা করে nexon EV গাড়িটি লঞ্চ করা হয়েছিল। যা পরে বিপুল জনপ্রিয় হয় । বর্তমানে আরও উন্নত টেকনোলজির জন্য GNCAP এর মত অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। Tigor EV গাড়িটির গতিবেগ প্রায় ৩০৬ কিলোমিটার । বর্তমানে গাড়িটি ৪ স্টার রেটিং অর্জন করেছে। সব মিলিয়ে এই টিগার কে নিয়ে টাটা গোষ্ঠীর চোখে আকাশছোঁয়ার স্বপ্ন।