Tata Group এর এই শেয়ারে বিনিয়োগকারীরা হয়েছেন মালামাল, মাত্র ৭০ টাকা স্টক আজ বেড়ে দাঁড়িয়েছে ৭০০ টাকাতে

Tata Group এর এই শেয়ারে বিনিয়োগকারীরা হয়েছেন মালামাল

ভারতের অন্যতম উল্লেখযোগ্য দেশীয় ব্যাবসায়িক সংস্থা টাটা গ্রুপ (Tata Group)। ভারত জুড়ে এই সংস্থার ব্যাবসা ছড়িয়ে রয়েছে। এই সংস্থা মাঝে মাঝেই তাদের শেয়ার (Share) বিক্রি করে, যাতে অংশ নিয়ে অনেক মানুষই লাভবান হয়েছেন। প্রসঙ্গত, শেয়ার বাজার এমন একটা জায়গা, যেখানে টাকা লাগিয়ে আপনি রাতারাতি বড় লোক হতে পারেন, আবার ধনী থেকে গরিবও হতে পারেন। প্রতিনিয়ত শেয়ারের দাম ওঠা নামা করে। সম্প্রতি টাটা গ্রুপের একটি শেয়ারের দাম তরতাড়িয়ে বাড়লো। এখানে বিনিয়োগ (Invest) করে আপনি ভালো পরিমান অর্থ রিটার্ন পেতে পারেন। আজকের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের দেবো।

Ratan Tata

এর আগে টাটা গ্রুপের বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করে, অনেক লাভবান হয়েছেন। এইবার টাটা গ্রুপের আরেকটি শেয়ার বাম্পার রিটার্ন দিচ্ছে বিনিয়োগকারীদের। এই শেয়ারটি হলো তেজস নেটওয়ার্ক (Tejas Network), যা টাটা গ্রুপের অধীনে একটি ছোট-ক্যাপ শেয়ার। এই শেয়ারে বিনিয়োগ করে ভালো পরিমান রিটার্ন (Return) পেয়েছে বিনিয়োগকারীরা। সম্প্রতি এটি আবারও আশ্চর্যজনক রিটার্ন দিচ্ছে।

গত দুই বছরে যারা এখানে বিনিয়োগ করেছেন, তারা ৯০% এর একটি অসাধারণ রিটার্ন পেয়েছে। এই দুই বছরে তাদের সম্পদ ১০ গুন বেড়েছে। ২০২২ সালে এই শেয়ার থেকে ৭০% রিটার্ন পেয়েছে। বর্তমান সময়ে তেজস নেটওয়ার্ক-এর মার্কেট ক্যাপ প্রায় ১০,৮০৭.৪১ কোটি টাকা। গত দুই বছর আগে অর্থাৎ ২০২০ সালে এর শেয়ার দাম ছিল ৭১.৭ টাকা। যা আজ বেরে দাঁড়িয়েছে ৭১১ টাকায়। এই মূল্য প্রায় ১০ গুন বৃদ্ধি পেয়েছে।

Tejas

১০,ই অক্টোবরের রিপোর্ট অনুযায়ী ৫২ সপ্তাহে স্টকের নিম্নস্তর হলো ৩৬০.৬০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ৭৭৩ টাকা। অর্থাৎ আপনি ১৬ই অক্টোবর এই কোম্পানির স্টকে বিনিয়োগ করলে তা বেড়ে ১০ লক্ষ টাকা হয়ে যেত।