শুধুমাত্র একটি ভুলের কারণে নষ্ট হয়ে গিয়েছে গোবিন্দার ক্যারিয়ার, এক সময় একসাথে করত ৭০ টি ফ্লিমে সাইন

বলিউডে ৮০ এবং ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা জি দর্শকদের মাতিয়ে রেখেছিল তাঁর অভিনয়ের দ্বারা। তিনি বলিউডে প্রচুর সুপারহিট মুভি করেছেন। তিনি অভিনয়ের পাশাপাশি ভালো গাইতে এবং নাচতেও পারেন। জি বাংলায় অনুষ্ঠিত শো ‘ড্যান্স বাংলা ডান্সের’ এবারে সিজনে তিনি বিচারকের আসনে ছিলেন।

তিনি এখনও পর্যন্ত ১৬৫ টি মুভি করেছেন। গোবিন্দা জি বলেছিলেন, তিনি একসময় ৭০ টি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেছিলেন। এরমধ্যে সময়ের অভাবে তিনি ১০, ১২ টা ছবি ছেড়ে দিয়েছিলেন। তাঁর ‘হিরো নম্বর ওয়ান’ মুভিটি দর্শকদের মন কেড়েছিল।

তিনি ‘আখে’, ‘হাসিনা মান যায়েগি’, ‘ শোলা অর শবনম’ মতো সুপারহিট মুভিতে নিজের কন্ঠে গান গেয়েছিলেন। ২০১৩ সালে ‘গোরি তেরে নয়না’ নামে মিউজিক অ্যালবাম বের করেছিলেন। অ্যালবামের চারটি গানই সুপারহিট হয়েছিল।

তিনি তাঁর কাজের ক্ষেত্রে যথেষ্ট সৎ ছিলেন। নব্বই দশকের ‘খুদ্দর’ ছবির শুটিংএর শেষ দিন তাঁর গাড়ি দুর্ঘটনা হয়। তাঁর তার দুর্ঘটনার খবর পেয়ে পরিচালকরা শুটিং বন্ধ করতে চেয়ে ছিলেন কিন্তু গোবিন্দা জি ওই দিন মধ্যরাতেই সেটে গিয়ে তাঁর দৃশ্যটি শেষ করেছিলেন। ১৯৯৪ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটিতে গোবিন্দা জির সহ শিল্পী ছিলেন করিশমা কাপুর।

তবে শেষের দিকে যখন তাঁর ডিমান্ড বেড়ে যেতে শুরু হয়ে গিয়েছিল, তখন শুটিং সেটে তিনি টাইমে পৌছাতেন না লেট করে যেতেন। এই জন্য কিছু ছবি তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছিল।

Related Articles

Back to top button