দূর্দান্ত রিচার্জ প্ল্যান জিও’ র, মাত্র ১৯৮ টাকায় রিচার্জ করে পেয়ে যান আনলিমিটেড কলিং সহ ডেটা

দূর্দান্ত রিচার্জ প্ল্যান জিও' র

বৰ্তমানে ইন্টারনেটের (Internet) ব্যাবহার দ্রুত গতিতে বেড়ে চলেছে। করোনা পরবর্তী সময়ে আরো বেশি করে ইন্টারনেটের ব্যাবহার বৃদ্ধি পেয়েছে। সে কারণে বাড়িতে বাড়িতে ব্রডব্যান্ডের সংখ্যাও বাড়ছে। আর এর হাত ধরে ওয়াই-ফাইয়ের গুরুত্ব বেড়েছে। ইন্টারনেটের ব্যাবহার বৃদ্ধির ফলে এখন অনেকেই বাড়িতে ওয়াই-ফাই যুক্ত করছে। কেননা ওয়াই-ফাই ব্যাবহার করে আনলিমিটেড ডেটা (Unlimited Data) ব্যাবহার করা সম্ভব।

Jio

গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন টেলিকম সংস্থা বাজারে ব্রডব্যান্ড পরিষেবা (Broad-brand Service) চালু করেছে। সাথে সাথে লঞ্চ করেছে বিভিন্ন ব্রডব্যান্ড প্ল্যান (Broadband Plan)। আর ব্রডব্যান্ড প্ল্যানের কথা আসলেই রিলাইয়েন্স জিও (Reliance Jio)-র কথা প্রথমেই মনে আসে। কেননা জিও গ্রাহকদের খুবই সস্তা মূল্যে ফাইবার প্ল্যান দিয়ে থাকে।

আর বর্তমানে গ্রাহকদের কথা মাথায় রেখে টাটা আইপিএলের জন্য এক নয়া ফাইবার প্ল্যান চালু করেছে। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ব্যাক-আপ প্ল্যান (Back-Up Plan)। এই প্ল্যানে গ্রাহকেরা খুবই সস্তায় আনলিমিটেড ডেটা ব্যাবহারের সুযোগ পাবে। আর এই প্ল্যানটি পাবেন মাত্র ১৯৮ টাকায়। এর আগে জিও ফাইবার প্ল্যানের সর্বনিম্ন দাম ছিল ৩৯৯ টাকা।

Reliance Jio

গত ৩০শে মার্চ থেকে এই প্ল্যান চালু হয়ে গিয়েছে। রি প্ল্যানে ১০এমবিপিএস থেকে শুরু করে ১০০ এমবিপিএস ইন্টারনেটের গতি পাবে। প্ল্যানটি এক মাস বৈধ‍্য থাকবে। এছাড়া আপনি চাইলে প্ল্যান এক দিন, দুই দিন এবং সাত দিনের জন্য আপগ্রেড করতে পারবেন। এর জন্য খরচ করতে হবে যথাক্রমে ২১, ৩১ এবং ১০১ টাকা।

Jio