ঐশ্বর্যা রাই ও সানি দেয়ালের এই সিনেমা কখনো হয়নি রিলিজ! বোল্ড সিনের দরুন হয়েছিল হাঙ্গামা

ঐশ্বর্যা রাই ও সানি দেয়ালের এই সিনেমা কখনো হয়নি

বলিউডে (Bollywood) এমন অনেক ঘটনা রয়েছে, যেখানে সিনেমার শুটিংয়ের কাজ শেষ হলেও শেষ মেস ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এমন বহু ছবিই হয়েছে এই তালিকায়, যেগুলো আজও মুক্তি পায়নি। আর এমনটা ঘটেছিল সানি দেওল ও ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গেও (Sunny Deol Aishwarya Movie) । যেখানে তাঁদের একটি ছবির শুটিং শেষ হওয়ার পরও মুক্তি পায়নি। তবে কেন? চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Sunny Deol movie

 

প্রসঙ্গত, আর কিছুদিন পর মুক্তি পেতে চলেছে অভিনেতা সানি দেওল অভিনীত ‘গাদার ২’ (Gadar 2) ছবিটি। ছবিটি নিয়ে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ছবিটির কারণে অভিনেতাও বেশ চর্চায় রয়েছেন। তবে এরই মাঝে আরেকটি অন্য এক ছবির কারণে সানি দেওল খবরের শিরোনামে রয়েছেন। যে ছবিটির শুটিং শেষ হলেও, মুক্তি পায়নি। ছবিটির নাম হলো ‘ইন্ডিয়ান’ (Indian)।

১৯৯৭ সালে নির্মিত ‘ইন্ডিয়ান’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে জুটি বেঁধে ছিলেন সানি দেওল। আজ থেকে প্রায় ২৫ বছর আগে ছবির কাজ শুরু হয়েছিল। ছবিটির জন্য কয়েক কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছিল। সেই সময় এই ছবিটি ছিল সবচেয়ে ব্যায়বহুল ছবি। ছবিতে বেশ কিছু গানও ছিল, যা শুট করা হয়েছিল। শুধু গানের জন্য খরচ হয়েছিল ১.৭৫ কোটি টাকা। কিন্তু নানা কারণে ছবিটি মুক্তি পায়নি।

Aiswarya Rai Bachchan

জানিয়ে রাখি, যদি ছবিটি মুক্তি পেতে তাহলে ছবিতে সানি দেওলকে ডবল চরিত্রে দেখা যেত। একাধারে তিনি সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন, অন্য দিকে আবার তিনি সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটির জন্য প্রায় ৪.৫ কোটি টাকা খরচ হয়েছিল। তবে শুটিং হলেও মুক্তি পায়নি। কিন্তু কেন মুক্তি পেল না, তার কারণ আজও স্পষ্ট নয়। এই পর সানি দেওল ও ঐশ্বরিয়াকে আর কোনো ছবিতে দেখা যায় নি।

Related Articles

Back to top button