দুর্দান্ত আইডিয়া লাগিয়ে ২ বান্ধবী মিলে দাঁড় করিয়েছেন ৩০০ কোটি টাকার ব্যবসা, আজ মাস গেলে আয় করছেন লাখ লাখ টাকা

আজকাল বেশিরভাগ মানুষ চাকরির থেকে বেশি ব্যবসার (Business Idea) প্রতি আগ্রহ দেখাচ্ছে। এমনকি এখন এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে মানুষ তার মোটা টাকা মাইনের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা শুরু করছে (now people resign the 9 to 5 job and show interest in business) ও সফলও হচ্ছে। কিন্তু অনেক সময় মানুষ ব্যবসা করার ভাবনা থেকে পিছিয়ে আসে কারণ ব্যবসা করতে গেলে অনেক মোটা অংকের মূলধনের প্রয়োজন হয় যা সবার পক্ষে যোগান দেওয়া সম্ভব হয় না। কিন্তু যারা মূলধনের অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না ভয় পাচ্ছেন তাদের জন্য আজ আমরা একটি অনুপ্রেরণা দায়ক সত্যিকারের গল্প নিয়ে এসেছি যা আপনাকে সাহস দেবে আপনাকে আপনার সফলতার পথে এগিয়ে যাওয়ার। তবে আসুন দেরি না করে জেনেনি Talking toe পেজের মাধ্যমে ডিজাইনার জুতো (Handmade designer shoes) অনলাইন বিক্রির ব্যবসা (online business) করে নাজিশ ও ইনশার (Nazish and Insha) নামক দুই বোনের সফলতার কাহিনী (success story of two sisters)।

নাজিশ ও ইনশা দুই বোন ও তারা লখনৌ এর বাসিন্ধা। এনাদের জন্ম অত্যন্ত গরীব একটি পরিবারে হয়েছিল। তাদের বাবা সুচ-সুতোর একটা ছোটো দোকান চালাতো। এই দুই বণ পড়াশুনা শেষ করার পর নিজেদের স্টার্টআপ শুরু করেন। এই ব্যবসায় তারা ডিজাইনার স্যান্ডেল বিক্রি করতেন। বর্তমানে অনেক দেশ থেকে তাদের কাছে এই ডিজাইনার স্যান্ডেলের অর্ডার আসে। বর্তমানে তারা বছরে ৩ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত সহজেই আয় করে নেন। এমনকি বলিউডের অনেক সেলিব্রিটিরা পর্যন্ত এই দুই বোনের কোম্পানির ডিজাইনার জুতো ব্যবহার করেন। জানিয়ে দি যে নাজিশ ও ইনশা ৪ বছর পূর্বে এই ডিজাইনার স্যান্ডেল তৈরির ব্যবসা শুরু করেছিলেন। ২৭ বছর বয়সী নাজিশ নিজের B.COM এর পড়াশুনা শেষ করার পর নিজের ভাইয়ের পরামর্শে অনলাইন ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রথম প্রথম দুই বোন শক করে বাড়িতেই এই ডিজাইনার স্যান্ডেল তৈরি করতেন ও পাড়া-প্রতিবেশী, বন্ধু ইত্যাদিদের মধ্যে স্যান্ডেল গুলি বিক্রি করতেন। কিন্তু পরে তারা তাদের এই ডিজাইনার স্যান্ডেল তৈরি করতে পারার ট্যালেন্টকে ব্যবসায় পরিণত করেন।

Nazish and Insha

এই দুই বোন প্রথমে প্রথমে কোলহাপুরী স্যান্ডেলের উপর ডিজাইন করেন। কারণ বাজারে কোলহাপুরি স্যান্ডেলের বেশ চাহিদা থাকে। সেই সময় ইনশা সবে মাত্র তার গ্রাজুয়েশনের পড়াশুনা করছিলেন এবং পড়াশুনার পাশাপাশি নিজের বোনকে ব্যবসায় সহায়তাও করছিলেন। নাজিশ জানিয়েছেন যে তিনি তার মায়ের কাছ থেকে ৩০০ টাকা নিয়ে বাজার থেকে একটি স্যান্ডেল কিনে এনেছিলেন। তারপর তিনি সেটার উপর নিজের ক্রিয়েটিভিটি প্রয়োগ করেন ও শেষে একটি ফেব্রিক লুক দেয় আর সেই জুতোর ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেন। এই পোস্টের ৪ মাস পর তারা তাদের প্রথম অর্ডার পেয়েছিল। তাদের পেজের নাম ছিল “টকিং টো” (Talking toe)।

নাজিশ ও ইনশা এখনো পর্যন্ত প্রায় ১৫ হাজারের বেশি ডিজাইনার স্যান্ডেল তৈরি করেছেন। এখন মানুষ তাদের পছন্দের ডিজাইন তাদের পাঠায় কাস্টোমাইজ ডিজাইনার জুতো তৈরি করে দেওয়ার জন্য। নাজিশ এখন আরো ৪ জনকে কাজে রেখেছে। অর্থাৎ এখন এই দুই বোন অন্যদের চাকরিও দেওয়া শুরু করেছেন। এখন এই ব্যবসা থেকে তারা ,সহজেই লাখ লাখ টাকা আয় করেন।