মাত্র ১০ হাজার টাকা দিয়ে আজই শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় হবে লাখ টাকা অব্দি

সফল হতে গেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বড় বিজনেসম্যান হতে হবে এরম কোনো কথা নেই। দৃড় ইচ্ছা এবং পরিশ্রম করলেই সফল হওয়া যায়। এমনি এক উদাহরন আপনাদের সামনে আজ তুলে ধরবো।

আজ কথা বলব, মেঘালয়ের বাসিন্দা চাষি নানাদ্রো বি মারক। তিনি গোলমরিচ চাষ করে ২০১৯ সালে ১৯ লক্ষ উপার্জন করেছিলেন। তিনি তাঁর অক্লান্ত পরিশ্রম এবং সফলতার জন্য।পদ্রশী সাম্মানেও ভূষিত হয়েছেন। তিনি ১০,০০০ হাজার টাকায় গোলমরিচ চারা লাগিয়ে আজ তিনি লাখপতি।

তিনি পাঁচ একর জমিতে গোলমরিচ চাষ শুরু করেছিলেন ১০,০০০ কারি মুন্ডা জাতীয় গোল মরিচ চারা লাগিয়ে। গোল মরিচ গাছের জন্য যত্ন দরকার প্রচুর। তিনি ১০ – ১২ কিলো গোবর সার এবং কম্পোস্ট সার দিয়ে গাছ গুলোকে বড় করেন। এরপর তিনি থ্রেশিং মেশিনের সাহায্যে গোল মরিচ তুলে জলে ভিজিয়ে রাখতে হয়। এরপর ভালো মতো রোদে শুকিয়ে গোলমরিচের দানা বের করতে হয়।

নানাদ্রো নিজের চাষের পাশাপাশি অন্যান্য চাষিদের পাশে থাকেন। তিনি নিজে পরিশ্রম করে আজ কয়েক লক্ষ টাকার মালিক। তিনি হাজার হাজার মানুষের কাছে আজ অনুপ্রেরণার গল্প হয়ে দাঁড়িয়েছেন।