Flipkart Success Story: জানুন কীভাবে অল্প সময়ে দেশের সবচেয়ে বড় ই-কমার্স হয়ে উঠলো Flipkart
দুই ভাইয়ের উদ্যগতায় ফ্লিপকর্ট কোম্পানির সফলতার গল্প

ভারতের শীর্ষ ই-কমার্স ওয়েবসাইটের (E-Commerce) মধ্যে Flipkart হলো একটি। যেখান থেকে মানুষ ঘরে বসেই জিনিস সংগ্রহের সুবিধা পান। যদিও আজকাল অনেক ই-কমার্স ওয়েবসাইট চালু হয়েছে। তাদের মধ্যেও ফ্লিপকার্ট নিজের শীর্ষস্থান ধরে রেখেছে। এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো দেশের সবচেয়ে সফল ই-কমার্স ওয়েবসাইটের সাফল্যের ( Flipkart’s Success Story) কাহিনী।
Flipkart কোম্পানিটি চালু হয়েছিল ২০০৭ সালে। নেপথ্যে বলা হচ্ছে শচীন বানসাল ও বিনি বানসাল নামে দুই ভাই IIT দিল্লি থেকে এই ই-কমার্স কোম্পানিটি শুরু করেন। তাদের উদ্যগতায় এই ওয়েবসাইটটি চালু করতে প্রথমে ৩-৪ লাখ টাকা খরচ হয়েছে। আর আজ এই কোম্পানি ২০ কোটি টাকার উচ্চ সাফল্যে পা দিয়েছে।
এই দুই ভাই আইআইটি দিল্লি থেকে কম্পিউটার সায়েন্সের স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর তারা কিছু বছর আমেরিকায় গিয়ে কাজ শুরু করেন Amazon এ। যেটি বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি। সেখান থেকে কিছু বছর কাজের অভিজ্ঞতা নিয়ে তারই অনুরূপ একটি কোম্পানি চালু করার আইডিয়া মাথায় নিয়ে আসেন। তারপর দুই ভাই যুক্তিপূর্ণ ভাবে দেশে এসে নিজেদের ধারণার উপর কাজ শুরু করে।
তারপর ২০০৭ সালে ৫ই সেপ্টেম্বর flipkart নামে একটি কোম্পানি স্থাপন করে। যদিও সেই সময় ভারতে ই-কমার্স কোম্পানি খুবই কম ছিল। তার সাথে মানুষের মধ্যে বিশ্বাস ছিল কোন জিনিস না দেখে কিভাবে কেনা যায়। যার ফলে কোন ই-কমার্স কোম্পানি ততটা প্রচলন ছিল না। এই দুই ভাই মানুষের এটিই দুর্বল পয়েন্ট ভেবে বিকল্প অপশন ক্যাশ অন ডেলিভারির (COD) প্রচলন করে।
‘ক্যাশ অন ডেলিভারি’ এটিই ছিল ফ্লিপকার্ট সাফল্যের মূল কারণ। আগে থেকেই টাকা পে না করে পণ্য দেখার সুযোগ মানুষের মধ্যে আস্থা জাগে এবং বড় কোম্পানি হতে সাহায্য করে। প্রথমের দিকে সংস্থাটি বই বিক্রির মনোনিবেশ করে। তারা বইয়ের অর্ডার পেলে দুই ভাই নিজে গিয়ে স্কুটারে করে বই ডেলিভারি দিতেন। সংস্থাটিকে দাঁড় করাতে প্রথম প্রথম দুই ভাই কঠোর পরিশ্রম করেন। ২০০৮ সালে তাঁদের সংস্থার একটু ইনক্রিমেন্ট হয় এবং প্রতিদিন ১০০ টি করে বইয়ের অর্ডার পেতে থাকেন।
কোম্পানির অগ্রগতি দেখে বিনিয়োগকারীরা আকৃষ্ট হন। তারপর ফ্যাশন, মোবাইল, কম্পিউটার, বিভিন্ন রকমের কাপড়ের আইটেম তাদের সংস্থার মাধ্যমে বিক্রি করার অনুমতি পায়। তারপর এই কোম্পানিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে এই কোম্পানির গ্রাহক অসংখ্য। এখন এই কোম্পানির প্রতিযোগিতায় অ্যামাজনের পাশাপাশি অনেক কোম্পানি থাকলেও আজও flipkart ভারতের এক নম্বরে রয়েছে। আজ শুধু এই দুই ভাই সাফল্য পেয়েছে তাই নয়, তাদের সংস্থাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে। এখনো পর্যন্ত এই কোম্পানিতে ৩০ হাজারের বেশি মানুষ কাজ করছেন। আজ এই কোম্পানি বছর গেলে কোটি কোটি টাকা টার্নওভার করছে।