২৫০ থেকে ৩০০ বর্গফুট এলাকা নিয়ে আজই শুরু করুন এই ব্যবসা, অর্থ দিয়ে সাহায্য করবে সরকারও

অনেকেই আছেন চাকরী অপেক্ষা নিজের ব্যবসা (business) করতেই বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে সেইসকল মানুষদের জন্য রয়েছে এক দুর্দান্ত সুখবর। আবার অনেকে চাকরি থেকে কিছুটা অর্থ সঞ্চয় করেও শুরু ক্রতে পারেন এই ব্যবসা। এই ব্যবসার মাধ্যমে আপনি নিজের উপার্জ করার পাশাপাশি অন্যান্যদেরও চাকরি দিতে পারবেন।

বাড়িতে বসে করেত পারা এই ব্যবসা হল পাপড় (papad) তৈরির ব্যবসা। এই ব্যবসায় আপনি সামান্য অর্থ ব্যয় করেই, অনেক উপার্জন করতে পারবেন। আপনি যদি একটি গ্রামে বা একটি ছোট শহরে বাস করেন, তাহলে এর জন্য আপনার কম জায়গা লাগবে।

img 20230128 232320

এই ব্যবসা শুরু করতে আপনার ২৫০-৩০০ বর্গফুট জায়গার প্রয়োজন। এই জায়গায় আপনার পাপড় তৈরির ইউনিট স্থাপন করার জন্য প্রয়োজন ২ জন দক্ষ শ্রমিক এবং ৩ জন কর্মী এবং ১ জন সুপারভাইজার। এই ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গেই আপনার অর্থ উপার্জন হতে শুরু করবে। আর একবার যদি আপনার তৈরি পাপড় গ্রাহকদের পছন্দ হয়ে যায়, তাহলে এই ব্যবসায় লাভের মুখ দেখবেন খুব শীঘ্রই।

জানিয়ে রাখি, এক্ষেত্রে ৩০০০০ কেজি উৎপাদন ক্ষমতার একটি ইউনিট প্রস্তুত করতে আপনার ৬ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এই কাজের জন্য আপনি সরকারের সাহায্যও পেতে পারেন। এক্ষেত্রে সরকার আপনাকে ৪ লক্ষ টাকা লোন হিসাবে দেবে। আর আপনাকে দিতে হবে ২ লক্ষ টাকা। যার দিয়ে আপনি ২ টি মেশিন, প্যাকেজিং মেশিন সরঞ্জাম কিনতে পারবেন। ছাড়াও খরচ হিসাবে থাকছে কর্মীদের বেতন দেওয়ার পাশাপাশি ভাড়া, বিদ্যুৎ, পানি, টেলিফোন বিল।

img 20230128 232303

অনেক ক্ষেত্রেই নতুন ব্যবসায়ীদের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এরকম ব্যবসায়িক লোন দিয়ে থাকে সরকার। যার ফলে আপনি সরকারের সেওয়া সেই অর্থ থেকে ব্যবসা করে তারপর সরকারের অর্থ ফিরিয়ে দিতে পারবেন।