পেঁপে দিয়ে গুন্ডাদের চেপে ধরতে গিয়ে ব্যাপক ট্রোলের মুখে বাংলা সিরিয়াল খুকুমণি

ছোটপর্দার ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ যথেষ্ঠ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে খুব বেশি দিন হয়নি এই ধারাবাহিকটি শুরু হয়েছে। এরই মধ্যে স্টার জলসা টিআরপির রেটিং এ ‘খুকুমণি হোম ডেলিভারি’ এগিয়ে আছে। বলাই বাহুল্য ধারাবাহিকটি সর্বাধিক দর্শকদের মন কেড়েছে। তবে অনেকেই খুকুমণিকে নিয়ে মোটেও খুশি হচ্ছেন না। আসুন বিস্তারিত জেনে নিন।

অনেকের কাছে ধারাবাহিকটি যথেষ্ট বিরক্তিকর। খুকুমণি হোম ডেলিভারি করে বাড়ি বাড়ি। তাঁর ১৫০টা বাড়ি ধরা হচ্ছে হোম ডেলিভারির জন্য। তাঁর স্বপ্ন সে একদিন ১,৫০,০০০ লোককে তাঁর হোম ডেলিভারিতে খাওয়াবে। এদিকে বিহানের বাড়িতে বিহানকে মানসিক ভারসাম্যহীন বানিয়ে তার উপর অত্যাচার করে। খুকুমণি বিহানকে কি ভাবে রক্ষা করছে, এই নিয়ে ধারাবাহিকটির গল্প।

তবে ধারাবাহিকের একটি দৃশ্য দেখা গিয়েছে যে, সবজি বাজারে খুকুমণি দুষ্টু লোকদের জব্দ করার জন্য পেঁপে, কুমড়ো ছুঁড়ে মারছে। এরকম দৃশ্য দেখে কোন কোন দর্শকদের মত ‘বিদ্যা বালানের মঞ্জুলিকা ভর করলো নাকি’ , আবার কোন নেটিজনের মতে এটা সিরিয়াল না যাত্রা হচ্ছে। আবার কারোর খুকুমণির গলার আওয়াজও পছন্দ হচ্ছে না।

তবে বেশিরভাগই দর্শকের কাছে ধারাবাহিকটি যথেষ্ট পছন্দের এবং তারা যথেস্ট উপভোগও করছে সিরিয়ালটি। খুবই শীঘ্রই দেখানো হবে বিহান এবং খুকুমণির বিয়ের দৃশ্য। দর্শকরা এখন সেই দৃশ্যের অপেক্ষায় অবিরত।

Related Articles

Back to top button