ব্যয় করুন মাত্র ৫ টাকা, আর বাড়িতেই বানিয়ে ফেলুন দাগহীন ঝকঝকে ত্বকের জন্য এই বিশেষ ক্রিম

শীত পড়তে না পড়তেই ত্বকের (skin) সমস্যা দেখা দেয় অনেকেরই। হাত ফাটা, পায়ের গোড়ালি ফাটা, শুস্ক ত্বক ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়। তারউপর আরও এক বড় সমস্যা হল, শীতে ত্বক কালো হয়ে যায়। বিভিন্ন রকম ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহার করেও কোন লাভ হয়নি? চিন্তা নেই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এমন এক ক্রিম, যা ব্যবহার করতেই, পেয়ে যাবেন ফর্সা এবং উজ্জ্বল ত্বক।

প্রথমে ১ থেকে ২ টি অ্যালোভেরা (aloevera) পাতা গাছ থেকে ভালো করে কেটে নিতে হবে। তারপর তা থেকে দূষিত পদার্থকে বার করে নেওয়ার জন্য জলের মধ্যে অন্তত এক ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এরপর ওই পাতাগুলো থেকে জেল বার করে নিয়ে একটি পাত্রে রাখতে হবে।

img 20221118 192358

এই পাত্রেই কিছুটা ভাতের ফ্যান, কফি পাউডার, এক থেকে দুইটি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ক্রিম সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ভালো করে পরিষ্কার করে একবার লাগিয়ে নিতে পারেন। আবার দুপুরবেলা স্নান করার পরে, কিংবা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে মুখ পরিস্কার করে নিয়ে এই ক্রিম লাগিয়ে নিলেই পার্থক্য বুঝতে পারবেন। অর্থাৎ মাত্র ৫ টাকা ব্যয় করেই ঘরে বসে পেয়ে যাবেন, সুন্দর ফর্সা এবং উজ্জ্বল ত্বক।

img 20221118 192414

তবে এর মধ্যে যদি কোন পদার্থ থেকে আপনার কোনরকম এলার্জি থাকে, তাহলে অবশ্যই এই ক্রিম ব্যবহার করার আগে চিকিৎসকের থেকে পরামর্শ নিয়ে নেবেন। আর যদি না থাকে, তাহলে এই ক্রিম মুখে, পিঠে, গলায় লাগিয়ে ভালো করে ম্যাসাজ করলে, আপনার ত্বকে থাকা কালো দাগ নিমেষেই মুছে ফেলতে পারবেন। শুধু তাই মুখে থাকা বলিরেখাও আপনি দূর করতে সক্ষম হবেন।