বাংলা ইন্ডাস্ট্রি কাঁপানোর পর এবার দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ যীশু, আগামী এই ছবিগুলিতে দেখা মিলবে তার

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন বাঙালি ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা যীশু

বাংলা ফিল্ম দিয়ে নিজের কেরিয়ার শুরু করা যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) আজ গোটা ভারতের একজন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন। ইনি এখন বাংলা ফিল্মের সাথে সাথে বলিউড ও সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও (South film industry) নিজের অভিনয়ের দ্বারা রাজত্ব করছেন। বাংলা, হিন্দি ও সাউথ তিনটি ইন্ডাস্ট্রির মেকার্সরাই যীশুর সাথে কাজ করার জন্য উঠে-পরে লেগেছে।

যদিও যীশু সেনগুপ্ত (Jishu Sengupta) বলিউডে অনেক আগেই নিজের জায়গা তৈরি করেছিলেন। বলিউডে তার ডেবিউ ফিল্ম ছিল ‘সুভাষ চন্দ্র বোস: দ্যা ফরগেটেন হিরো’। তারপরে বলিউডের প্রচুর ফিল্মে কাজ করেছেন তিনি এবং এখনো করে চলেছে। তবে ২০১৯ সালে তিনি সাউথ ফিল্ম ‘NTR: কাথান্যাকুন্ডু’ ফিল্ম দ্বারা আগমন ঘটিয়েছিলেন সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে (south film industry)। যার পর মুম্বাইয়ের সঙ্গে দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও সমান ভাবে জনপ্রিয় হয়ে উঠলেন তিনি।

Jishu Sengupta

যীশুর অভিনয়ের দক্ষতা এবং ক্ষমতা কোনটাকেই অগ্রাহ্য করতে পারেনি দক্ষিণী ইন্ডাস্ট্রি। বাংলার হার্টথ্রব যীশু সেনগুপ্ত তামিল ইন্ডাস্ট্রির দর্শক থেকে সমালোচক সকলের মনেই সমান ভাবে নিজের জায়গা করে নিয়েছেন। অর্থাৎ ৩টি ইন্ডাস্ট্রিতে যীশুর অনেক হাই ডিমান্ড লক্ষ্য করা যাচ্ছে। বি-টাউনে যে কয়েকজন বাঙালি বর্তমান সময়ে চেনা মুখ তাঁদের মধ্যে ১ নম্বর স্থানে রয়েছেন যীশু। এই তালিকায় অবশ্য পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও রিতাভরি চক্রবর্তী প্রমুখ রয়েছেন।

বর্তমানে বাংলা, হিন্দি ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে বেড়ানো যীশু তার তিনটি ইন্ডাস্ট্রির ফিল্মের শুটিং নিয়ে অতিরিক্ত ব্যস্ত রয়েছেন। যীশুকে এখন শুটিংয়ের কাজের জন্য ছোটাছুটি করে বেড়াতে হচ্ছে বিভিন্ন জায়গায়। যেমন কখনো তাকে কলকাতায় থাকতে হচ্ছে, তো কখনো মুম্বাই যেতে হচ্ছে, আবার কখনো চেন্নাইতে ছুটতে হচ্ছে।

Jishu work in the film Sitaraman

যীশুর সাউথ ফিল্মের কথা যদি বলা হয় সম্প্রতি তাকে বেশ কয়েকটি দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হল আচার্য, ভীষ্ম, শ্যাম সিং রায় ইত্যাদি। এছাড়া ২ দিন আগে অর্থাৎ চলতি মাসের ৫ তারিখ ‘সীতারমণ’ ফিল্মে রয়েছেন যীশু। এই ফিল্মে তাকে গুরুত্বপূর্ন একটি ভূমিকায় দেখা যাচ্ছে।

দর্শক তার চরিত্রটিকে ফিল্মে খুব পছন্দ করছে। প্রথম দিনেই ফিল্মটি ৫.২৫ কোটি টাকা আয় করে নিয়েছে। এর থেকে বোঝাই যাচ্ছে ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হতে চলেছে। এই ছবিতে ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন, যীশু সেনগুপ্তর সঙ্গে দেখা যেতে চলেছে রশ্মিকা মন্দানা, গৌতম বাসুদেব মেনন , প্রকাশ রাজ, সুমন্ত সহ একাধিক অভিনেতাকে।

Sitaraman

এছাড়া জানিয়ে দি যীশু সেনগুপ্তর আপাতত শেষ কাজ হচ্ছে থালাইভি। আর বাংলার দর্শকরা তাঁকে বাবা বেবি ও ছবিতে শেষবার দেখেছে। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই যীশু মেঘ পিওন ছবিটিতে কাজ শুরু করতে চলেছেন। এই ছবিটির মুখ্য ভূমিকায় থাকবেন আবির এবং শুভশ্রী। পরিচালক হচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । এখানে শুভশ্রীকে যীশুর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।