৩০০ কোটি টাকার ক্লাবে রাজা এই দক্ষিণী তারকারা, খুব শিগগিরই কামাল হাসানের ফ্লিম করতে চলেছে এন্ট্রি

কিছু বছর ধরে বলিউড দর্শক বা গোটা দেশের মানুষের মধ্যে সাউথ ফিল্মের ক্রেজ একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। গত কিছু মাস ধরে একের পর এক সাউথ ফিল্ম মুক্তি পেয়েছে এবং সেগুলি বক্স অফিসে সুপারহিট প্রমাণিত হয়েছে। সম্প্রতি সাউথ ফিল্মের অভিনেতা ও তাদের ফিল্ম গুলি প্রায় সবসময় আলোচনার মধ্যে থাকে। তাই আজ আমরা আমাদের আর্টিকেলে সেই সমস্ত ৭ জন জনপ্রিয় অভিনেতাদের বিষয় আলোচনা যাদের নাম ৩০০ কোটি টাকার বেশি আয় করা ফিল্মের তালিকায় রয়েছে।

১) রজনীকান্ত: সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির থালাইভা রজনীকান্তের এই লিস্টে সবার প্রথমে রয়েছেন। তার ফিল্ম রোবোর্ট, কাবালি ও 2.O ফিল্ম গুলি ওয়ার্ল্ড ওয়াইড স্তরে ৩০০ কোটি টাকার বেশি আয় করেছে।

Rajnikant

 

২) প্রভাস: তালিকায় দ্বিতীয় নম্বরে ডার্লিং স্টার প্রভাস রয়েছে। তার বাহুবলি সিরিজের দুটি ফিল্ম ও সহো ফিল্ম ওয়ার্ল্ড ওয়াইড স্তরে ৩০০ কোটি টাকার বেশি আয় করেছে।

Prabhash

৩) রাম চরণ: রাম চরণের কিছু সময় আগে মুক্তি পাওয়া ফিল্ম আরআরআর ৩০০ কোটি টাকার বেশি আয় করে নিয়েছিল। আর এই ফিল্মটি ওয়ার্ল্ড ওয়াইড প্রায় ১১০০ কোটি টাকা আয় করেছে।

Ram Charan

৪) জুনিয়ার এনটিআর: আরআরআর ফিল্মটির দ্বারা জুনিয়ার এনটিআরও ৩০০ কোটি টাকা আয় করা ফিল্মের তালিকায় নাম লিখিয়েছেন। তার কোনো ফিল্ম আগে এতো বেশি আয় করেনি।

Junior NTR

৫) যশ: কেজিএফ-২ ওয়ার্ল্ড ওয়াড ১২০০ কোটি টাকা আয় করেছে। আর ফিল্মের এই সফলতার মাধ্যমে যশ ৩০০ কোটির ক্লাবে নিজের নাম লিখিয়ে নিয়েছেন।

Yash

৬) আল্লু অর্জুন: আল্লু অর্জুন পুষ্পা ফিল্মের মাধ্যমে ৩০০ কোটি টাকার এই ক্লাবে নামে নিজের নাম লেখাতে সফল হয়েছেন। পুষ্পা ফিল্মটি ওয়ার্ল্ড ওয়াইড ৩০০ কোটি টাকার বেশি আয় করেছে।

Allu Arjun

৭) কমল হাসান: এই লিস্টে খুব শীঘ্রই কমল হাসানের নামও যুক্ত হয়ে গেছে। লোকেশ কনগরাজ পরিচালিত ফিল্ম বিক্রম এখন হলে চলছে ও এটি ৩৪২ কোটি টাকার বেশি আয় করে নিয়েছে এবং এই তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছে।

Kamal Hassan