লন্ডনে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানা ও সারা, সৌরভ-সচিনের আদরের কন্যেদের পড়াশোনায় খরচ দেখে কপালে উঠবে চোখ

লন্ডনে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সানা ও সারা

ক্রিকেট জগতের দুজন মহান তারকা হলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) ও শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এই দুজনেই ক্রিকেটের ময়দানে নিজেদের রাজত্ব করেছেন দীর্ঘদিন। তাঁদের জনপ্রিয়তা আজও বর্তমান। তবে আজ কথা বলবো এই দুই তারকার মেয়ের পড়াশোনা নিয়ে। সকলেই জানেন সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি (Sana Ganguly) বিদেশে পড়াশোনার জন্য গিয়েছেন। তবে জানেন কি শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরও (Sara Tendulkar)একই বিশ্ববিদ্যালয়ে পড়েন। চলুন আরো বিস্তারিত খবর জেনে নিন।

Sourav Ganguly

প্রসঙ্গত, দুই ক্রিকেট তারকার মেয়েই বাবার পেশা বেছে না নিয়ে, সম্পুর্ন অন্য পেশায় গিয়েছেন। দুজনেই ক্রিকেটকে বেছে না নিয়ে পুরোদমে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বিদেশে। এর সাথে সাথে একটু আরদু মডেলিংও করেন। সারা ইউনিভার্সিটি কলেজ লন্ডন (University College Of London) থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন। মায়ের পথ বেছে নিয়েছেন মেয়ে সারা। মা অঞ্জলি একজন চিকিৎসক। আর সেই পথেই হাঁটছেন সারা।

অন্যদিকে সৌরভ গাঙ্গুলির কন্যা সানা গাঙ্গুলিও পড়াশোনার জন্য বিদেশে রয়েছেন। তিনি দাদার একমাত্র কন্যা। খুবই আদরের। ইকোনমিক্স নিয়ে পড়ছেন সানা। সারা ও সানা একই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। যদিও তাদের বিষয় আলাদা। ২০২১ সালের শেষ দিকে সানা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

Sara

 

তবে জানেন কি এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য খরচ কেমন? এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের অন্যতম বিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে একটি। এই বিশ্ববিদ্যালয়ে তিন থেকে চার বছর পড়ার জন্য প্রতি বছর ৩০ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ করতে হয়। অর্থাৎ চার বছরে খরচ হয় ১.৪০ কোটি টাকা। এছাড়া হোস্টেল খরচ, খাওয়ার খরচতো আলাদা ভাবেই রয়েছে।