অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বায়োপিকের জন্য সই করে ফেললেন দাদা, কে হচ্ছেন পর্দার সৌরভ? জানতে

অবশেষে দীর্ঘ দিনের অপেক্ষা ও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের বায়োপিক এর জন্য সই করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাপ্ত খবর অনুযায়ী জানা যাচ্ছে লাভ ফিল্মস সঙ্গে একটি চুক্তিতে এই বিষয়ে সই করেছেন মহারাজ। তবে এবার কোনো রাখঢাক না রেখেই সোশ্যাল মিডিয়াতে নিজের মুখে এসেই সে কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকল ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে আপামো বাঙ্গালীদের মনে অনেক দিন ধরেই প্রশ্ন ছিল দাদার জীবন লড়াই এর বায়োপিক কবে আসবে বড় পর্দায়।

এইদিন সোশ্যাল মিডিয়াতে BCCI সভাপতি যে টুইট টি করেন সেখানে তিনি লিখেন ক্রিকেট আমার জীবন এবং ক্রিকেট আমাকে জীবন সংগ্রামে আত্মবিশ্বাস জাগিয়েছে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে সামনে এগিয়ে যেতে শিখিয়েছে এই ক্রিকেট। লর্ডসে জার্সি ওড়ানো থেকে শুরু করে গ্রেগ চ্যাপেলের সঙ্গে দ্বন্দ্বের ঘটনা। তাছাড়া ফিক্সিং অন্ধকার সময়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা দলকে আগলানো।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভারতীয় ক্রিকেটের সব গল্পই এই বায়োপিকে উঠে আসবে বলে আশা করা হচ্ছে। যদিও এখনো এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা বেরিয়ে আসেনি যে সৌরভ এর ভূমিকায় পর্দাতে অভিনয় করতে চলেছেন কোন বলিউড তারকা? রণবীর কাপুর না হৃত্বিক রোশন কারণ বরাবরই দাদার চরিত্রে অভিনয় করার জন্য উঠে এসেছে রণবীর কাপুর ও হৃত্বিক রোশনের নাম। অনুমান করা হচ্ছে আজই দাদার বায়োপিকের জন্য অফিশিয়াল ভাবে অ্যানাউসমেন্ট হতে পারে এবং তারপরই অভিনেতা- অভিনেত্রীর চয়ন হতে পারে।

উল্লেখ্য লাভ ফিল্ম এর কর্ণধার হলেন লাভ রঞ্জন ও অংকুর গর্গ, লাভ ফিল্মস এর আগে ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘দে দে প্যায়ার দে’, ‘মালাঙ্গ’ এবং ‘ছালাঙ্গ’-এর মতো একাধিক জনপ্রিয় বলিউড ছবি উপহার দিয়েছে সিনেমাপ্রেমীদের। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার তরফে এখন রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের দুটি ছবি ‘কুত্তে’ আর ‘উফফ’-এর কাজ চলছে।এদিকে দাদার দীর্ঘদিনের বন্ধু ও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস হলেন এই বায়োপিক নির্মাণের অন্যতম উদ্যোক্তা।