আরো একবার অসম্ভব কাজ কে সম্ভব করে দেখালো ভারত! দেশে তৈরি হল প্রথম সাউন্ড প্রুফ হাইওয়ে

সম্প্রতি দেশে সাউন্ড প্রুফ হাইওয়ে উদ্বোধন হলো। ভারতবর্ষে এই প্রথম এরকম হাইওয়ে বানানো হলো।
হাইওয়েটি বানানো হয়েছে মধ্যপ্রদেশের সিওনির ৭ নম্বর জাতীয় সড়ক পথে। সাউন্ড প্রুফ বানানোর উদ্দেশ্য ছিল, যাতে ওই এলাকার পশুদের কোনো ক্ষতি না হয়।

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির দায়িত্বে ছিল হাইওয়েটির বানানোর। এটি বানাতে খরচ হয়েছে প্রায় ৯৬০ কোটি টাকা। মধ্যপ্রদেশের ৭ নম্বর জাতীয় সড়কটি ৩১৪৫ মিটার লম্বা। যানবাহনের বেশ কিছুটা শব্দ শোষণ করে নেওয়ার জন্য সড়কের দুই পাশে স্টিলের দেওয়াল লাগানো হয়েছে। স্টিলের দেওয়াল গুলো কম করে হলেও ৪ মিটার করে উঁচু।

হাইওয়েটির আশে পাশে প্রাণীদের বসবাস আছে। এই হাইওয়েটি ওই এলাকার বাসিন্দাদের এবং প্রাণীদের কোনরূপ সমস্যা সৃষ্টি করবে না। যানবাহনের শব্দ খুব বেশি কানে আসবে না প্রাণীদের। সড়কের পাশে স্টিলের দেওয়াল গুলোতেও রাতের বেলায় ফ্লাশের হেডলাইটের আলো কমাতে সাহায্য করে।

যেহেতু জাতীয় ৭ নম্বর সড়কটি পঞ্চ টাইগার রিজার্ভ এর জন্য ছিল, প্রথম দিকে কর্মরত কর্তপক্ষের কাছে অনুমতি পাওয়া যায়নি। কারণ এই এলাকার আশে পাশে বড় বড় স্তন্যপায়ী প্রাণী এবং এলাকার মানুষদের বাসস্হান আছে।

Related Articles

Back to top button