কখনো কি কুমিরের আওয়াজ শুনেছেন? রইল ভিডিও

কখনো কি কুমিরের আওয়াজ শুনেছেন

স্মার্টফোনের যুগে দুনিয়া এখন হাতের মুঠোয়। বাড়িতে বসে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে খবর(News) সহজেই পেয়ে যান। সোশ্যাল মিডিয়ার(Social Media) যুগে তা আরো সহজ হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে এমন সব ভিডিও ভাইরাল(Video Viral) হয়, যা দেখে মানুষ খুবই আনন্দিত হয়, আবার অনেক ভাইরাল ভিডিও দেখে অবাকও হন। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পশু পাখিদের ভিডিও প্রকাশ পেতে দেখা যায়।

Crocodile

আজ এমন একটি বিষয় নিয়ে বলতে যাচ্ছি, যা আপনি আগে কখনো শোনেননি। আচ্ছা যদি আপনাকে প্রশ্ন করা হয়, বাঘের আওয়াজ শুনেছেন? আপনি নিশ্চই বলবেন হ্যাঁ। কিংবা যদি জিজ্ঞাসা করা হয়, পাখির আওয়াজ শুনেছেন, তাও নিশ্চই বলবেন হ্যাঁ। এমন অনেক জিনিসের শব্দই আপনি শুনে থাকবেন। তবে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি কুমিরের শব্দ (Sound Of Crocodile) শুনেছেন। তবে বেশিরভাগ উত্তর আসবে না। কিন্ত সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে, যেখানে কুমিরের আওয়াজ শোনা যাচ্ছে। চলুন ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে একটি কুমিরের আওয়াজ শোনা যাচ্ছে। ভিডিওটি একটি মহিলা রেকর্ড করেছেন। ভিডিওটি কুমিরের বিকট শব্দ ধরা পড়েছে। ভিডিওটিতে যে জায়গাটি দেখা যাচ্ছে, তা প্রাণীদের আবাসস্থল বলে মনে হচ্ছে। ভিডিওতে দেখতে পাওয়া ওই মহিলাটি এই আবাসস্থলের তত্ত্বাবধায়ক। ভিডিওটিতে দেখা যায় ওই মহিলা কুমিরটির সঙ্গে কথা বলছেন। কুমিরটি মিহিলার প্রশ্নের উত্তরও দিচ্ছেন। সম্ভবত কুমিরটি ক্ষুধার্ত ছিল। সে ক্ষুধার্ত কিনা এটাই জিজ্ঞাসা করছিলেন ওই মহিলা। কুমিরটি কন্ঠ দিয়ে আওয়াজ করে বুজিয়ে দেন যে সে ক্ষুধার্ত।

 

থেরেপ্টিলজু (Thereptilezoo) নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram Account) থেকে প্রকাশ করা হয়েছে। মানুষ ও কুমিরের সম্পর্ক নেটিজেনরা বেশ পছন্দ করেছেন। ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। এখনো পর্যন্ত কয়েক হাজার লাইক (Like) ও কয়েক লাখ ভিউ (View) এসেছে।