‘নতুনকে এভাবেই জায়গা ছেড়ে দিতে হয়’, ‘ফুলকি’র জন্য মিঠাই’র সেট ভাঙ্গতেই মর্মাহত সৌমিতৃষা

আড়াই বছর পরেও একটুও কমেনি জি বাংলার ধারাবাহিক ‘মিঠাই’র (mithai) জনপ্রিয়তা। একইরকম ভাবে সেই প্রথম দিনের মত করে ভালোবেসেছে মিঠাইপ্রেমীরা। তবে বর্তমান দিনে মাঝে মধ্যেই টিআরপি তালিকায় দেখা যাচ্ছে না আর মিঠাইকে। আর সেই নিয়েই গুঞ্জন উঠেছে, এবার নাকি বিদায়ের ঘন্টা বাজতে চলেছে ‘মিঠাই’র।

গুঞ্জন বললে ভুল হবে, এবার সত্যিই শেষ হচ্ছে ‘মিঠাই’। তবে ঠিক কবে শেষ হবে এই ধারাবাহিক সেবিষয়ে এখনও জানা না গেলেও, কলাকুশলীদের আচার আচরণ বুঝিয়ে দিচ্ছে আর বেশিদিন নেই ‘মনোহরা’র গল্প। শুধু তাইও নয়, ইতিমধ্যেই ভেঙ্গে দেওয়া হয়েছে ‘মিঠাই’র মনোহরা। নতুনকে জায়গা দেওয়ার জন্য, ভেঙ্গে দেওয়া হয়েছে পুরোনকে।

img 20230512 171001

বেশকিছুদিন ধরেই ‘মিঠাই’ শেষের কথা শোনার পর এবার ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় মনোহরার ভাঙা সেটের ছবি তুলে ধরেছিলেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ। সেইসঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, ‘ভাঙা গড়ার খেলা… এই তো সেদিন মনোহরা তৈরি করা হয়েছিল, আর এখন ভাঙা হচ্ছে’। যা দেখে কিছুটা মর্মাহত হয়েছিলেন মিঠাইপ্রেমীরা। কেউ কেউ তো প্রশ্ন করেই ফেললেন, কেম এখানেই কি শেষ করা যেত না ‘সিধাই’র গল্প?

img 20230512 170920

জানা গিয়েছে, ‘মিঠাই’র মনোহরা ভেঙ্গে সেখানে তৈরি করা হচ্ছে ‘ফুলকি’ ধারাবাহিকের সেট। যেটি সম্প্রচারিত হবে সন্ধ্যে ৬ টা তেই। আর সেই কারণেই বর্তমানে ঠিকানা পালটে ভারতলক্ষ্মী স্টুডিও-রই অন্য একটি ফ্লোরে বর্তমানে করা হচ্ছে ‘মিঠাই’র শ্যুটিং। মোদক পরিবারের অন্যান্য সদস্যের মত ভারাক্রান্ত মন নিয়ে স্যোশাল মিডিয়ায় মিঠাই অর্থাৎ সৌমিতৃষা লেখেন, ‘নতুনকে এভাবেই জায়গা ছেড়ে দিতে হয়’।