“ছেলেকে নিয়ে বেশি মাতামাতি পছন্দ নয়”- পুত্রকে দেশের বাইরে পাঠিয়ে বললেন সোনু নিগম

সেলিব্রেটি দের পাশাপাশি তাদের সন্তানদের নিয়েও সংবাদ করাটা আজকালকার দিনে দর্শক দের উৎসাহিত করে তোলে। কিন্তু ব্যাতিক্রম ঘটল গায়ক সোনু নিগম এর ক্ষেত্রে। মাত্র ৪ বছর বয়সে আধো আধো গলায় ‘ কোলাভেরি ডি ‘ গানটি গেয়ে বেশ জনপ্রিয় হয় উঠেছিল সোনু নিগম এর পুত্র নিভান।

কিন্তু সোনু কখনই চাননি যে তার ছেলে এই ভবে প্রচার পাক বা সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠুক, তিনি চেয়েছিলেন অন্য শিশু দের মতোই তার নিভান ও হেসে খেলে বেড়ে উঠুক। তিনি জানান “এ সব নিয়ে বেশি মাথা ঘামালে চলে না। এই আচমকা খ্যাতিকে বেশি পাত্তা দিলেই বাড়ে সমস্যা। আমি যদি আমার ছেলেকে নিয়ে মাতামাতি করতাম বা ওর গান প্রকাশের চেষ্টা করতাম, ও তাতে চাপ অনুভব করত। মা-বাবা হিসেবে আমরা ওর শৈশব নষ্ট করতে নিশ্চয় চাইব না।”

তার আরো বক্তব্য “আমি চাইনি আমার ছেলে শ্যুট, পার্টি বা প্রচারের জন্য ছুটে বেড়াক”। সেই কারনেই সোনু এবং তার স্ত্রী মধুরিমা নিভানকে দুবাই পাঠিয়েছিলেন। তাঁরা ভেবেছিলেন একসাথে সবাই আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন কারণ তাদের গ্রিন কার্ড আছে। মুম্বাই থেকে আমেরিকা তে যাতায়াতের অসুবিধার জন্য দুবাই থাকার সিদ্ধান্ত নেন খ্যাতিনামা গায়ক।

Related Articles

Back to top button