শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করেই কেউ লাখপতি আবার কেউ কোটিপতি! ভারতীয় এই ভিখারিদের সম্পত্তির পরিমাণ দেখে লজ্জা পাবে একাধিক ধনকুবের

কখনও প্ল্যাটফর্মে, কখনও বা রেস্তরাঁর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই সকল মানুষকে। এরা কিন্তু কোন নামী সংস্থার উচ্চপদস্থ কর্মী কিংবা বড় ব্যবসায়ীও নন। তবুও মাস গেলে এদের উপার্জন হাজার হাজার টাকা। শুনতে কিছুটা অবাক লাগলেও, এই মানুষগুলো হলেন রাস্তার ভিখারী (beggar), যারা এই ভিক্ষাবৃত্তি করেই টাকা জমিয়ে করেছেন বাড়ি, গাড়ি।

রইল ভারতের এমনই কয়েকজন ধনী ভিখারির (indian richest beggars) বিবরণ-

img 20221124 122205

ভারতের সবচেয়ে ধনী ভিখারির তালিকায় সম্ভবত প্রথমেই রয়েছেন ভরত জৈন। সংবাদ মাধ্যমের দাবি, প্রতি মাসে ৭৫ হাজার টাকা করে উপার্জন করেন এই ভিখারি। আর এই কাজ করেই তিনি নাকি মোট দেড় কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট কিনেছেন মুম্বাইয়ে।

শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করেই কোটি কোটি টাকা জমিয়ে মহারাষ্ট্রের সোলাপুর শহরে দুটি বাড়ি করেছেন মহারাষ্ট্রের বাসিন্দা ভিখারি সম্ভাজি কালে। এখানেই শেষ নয়, জানা গিয়েছে একটি ফ্ল্যাট এবং জমিও রয়েছে তাঁর।

img 20221124 122423

মুম্বাইয়ের আরও এক ভিখারি কৃষ্ণকুমার গিতে মুম্বাইয়ের রাস্তায় ভিক্ষা করে প্রায় দেড় হাজার টাকা উপার্জন করে প্রতি মাসে। ভাইয়ের সঙ্গে মুম্বাইয়ের এক ফ্ল্যাটে থাকেন তিনি।

পটনা রেলস্টেশনের প্ল্যাটফর্মে দেখা যায় পাপ্পু কুমারকে। এক দুর্ঘটনায় পা কেটে যাওয়ার পর এই ভিক্ষাবৃত্তি করে সওয়া এক কোটি টাকার মালিক বর্তমানে তিনি।

img 20221124 122221

পটনার অশোক সিনেমা হল এলাকায় দেখা যায় সরবতিয়া দেবীকে। পেশায় ভিখারি সরবতিয়া দেবী প্রিমাসে ৫০ হাজার টাকা উপার্জন করার পাশাপাশি বার্ষিক ৩৬ হাজার টাকার প্রিমিয়ামও দেন।