কোনো রাজা মহারাজার থেকে কম না, ৪০০ কোটি টাকার বিলাসবহুল বাংলোতে থাকেন গৌতম আদানী! বাড়ির আনন্দমহলের ছবিগুচ্ছ দেখে চমকে যাবেন আপনিও

পৃথিবীর ১০ জন সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম আর এশিয়া ও ভারতের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলো গৌতম আদানি। নিজের ব্যবসা ও নতুন নতুন প্রজেক্টের কারণের প্রায় সবসময় আলোচনার বিষয় হয়ে থাকেন গৌতম আদানি (Gautam Adani)। এছাড়া ব্যবসার পাশাপাশি গৌতম আদানি তার ব্যক্তিগত জীবন ও তার লাক্সারি লাইফের জন্যেও আলোচনার মধ্যে থাকেন। আপনি জেনে অবাক হবেন যে গৌতম আদানি যেই বাড়িতে থাকেন তা মুকেশ আম্বানির বাড়িকেও কড়া টক্কর দিতে পারে। এমনকি গৌতম আদানি শুধু মাত্র একটা নয় বরং অনেকগুলি লাক্সারি বাড়ি আছে। তবে আসুন এই আর্টিকেল গৌতম আদানি লাক্সারি বাড়ি গুলির বিষয় ও গৌতম আদানি বিষয় কিছু তথ্য জেনেনি (some information about Gautam Adani and his luxary House or property)
গৌতম আদানি ২৪ জুন ১৯৬২ সালে গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন। তিনি আদানি গ্রুপের চেয়ারম্যান। আদানি গ্রুপ হল একটি বিশ্বমানের সমন্বিত পরিকাঠামোর প্লেয়ার যার ব্যবসা কয়লা ব্যবসা, কয়লা খনি, তেল ও গ্যাস অনুসন্ধান, বন্দর, মাল্টি-মডেল লজিস্টিকস, বিদ্যুৎ উৎপাদন এবং ট্রান্সমিশন এবং গ্যাস বন্টন। ১২ এপ্রিল গৌতম আদানি বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তি হন। আদানি গ্রুপের শেয়ারে প্রচণ্ড উচ্ছ্বাস ছিল যার কারণে তার সম্পদে এই উচ্ছ্বাস দেখা গেছে।
গৌতম আদনির (Gautam Adani) বাড়ির কথা বলতে গেলে বিলিয়নেয়ার গৌতম আদানির একটি নয় বরং বহু বাড়ি রয়েছে। গুরগাঁওয়ের গান্ধীনগর হাইওয়ের কাছে সারখেজে আদানির একটি বিলাসবহুল বাংলো রয়েছে। আবার দিল্লিতেও তাদের একটি বাড়ি রয়েছে। গৌতম আদানি যেই বাড়ি দিল্লিতে রয়েছে সেটিকে প্রায় ৪০০ কোটি টাকায় কিনেছেন আদানি। দিল্লির লুটিয়ানস ভগবান দাস রোডে আদানিদের এই বাড়ি অবস্থিত।
এই বাড়িটি অত্যন্ত বড় যা প্রায় ৩.৪ একর স্থান জুড়ে ছড়িয়ে রয়েছে। তথ্য অনুযায়ী, গৌতম আদানির দিল্লির এই বিলাসবহুল বাংলোতে তিনটি বেডরুম, ৬ টি ডাইনিং রুম এবং ১টি স্টাডি রুম রয়েছে। এর পাশাপাশি রয়েছে হল ও স্টাফ কোয়ার্টার। বলা যেতে পারে ব্যবসায়ী গৌতম আদানির একটি নয় বহু সম্পত্তি রয়েছে ও তার পাশাপাশি তাঁর রয়েছে বহু বাড়ি।
দিল্লির লুটিয়েন্সের পশ এলাকায় কোটি টাকা মূল্যের এই বাংলো রয়েছে গৌতম আদানির। যা দেখতে খুবই সুন্দর। এছাড়াও গৌতম আদানির আহমেদাবাদে একটি বাড়ি রয়েছে। আহমেদাবাদের বাড়ি মিঠাখালি ক্রসিংয়ের কাছে নাভারংপুরায় রয়েছে। এছাড়া গুরগাঁওয়েও তার একটি বাড়ি রয়েছে। আদানির একটি নয় বহু বিলাসবহুল বাংলো রয়েছে। দিল্লির বাড়িটি দেখতে রাজার দুর্গের মতো। ভারত ছাড়াও সারা বিশ্বে গৌতম আদানির রিয়েল এস্টেট সম্পত্তি রয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাবট পোর্টে তার একটি বাংলো রয়েছে যা বেশ বিলাসবহুল।