ধইঞ্চু-ধাইঞ্চুর বদলে সুরেলা কন্ঠে গান গাইছে গাধা, সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

আজকাল এই বিশ্বে সোশ্যাল মিডিয়ায় (Social media) সাথে জুড়ে নেই এরকম মানুষ নেই বললেই চলে। আমরা সোশ্যাল মিডিয়াকে আজকাল বিভিন্ন কারণে ব্যবহার করে থাকি। যেমন কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ব্যবসার কাজের জন্য, জিনিস কেনা-বেচার, কেউ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েক করে উপার্জন করে আবার কেউ কেউ শুধু এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আর এন্টারটেন্টমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করা লোকেদের সংখ্যাই একটু বেশি।

সোশ্যাল মিডিয়ায় আমরা রোজই অনেক ধরনের ফটো, ভিডিও ও খবর দেখতে পাই। এই সব ভিডিওর মধ্যে কিছু কিছু ভিডিও বা খবর এমন থাকে যা দেখার পর আমরা অবাক হয়ে যাই বা এমন কিছু দেখতে পাই তা দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে যায় বা এমন কিছু দেখি যা আমাদের মনকে খুশি করে তোলে ও এমনও কিছু ভিডিও দেখতে পাওয়া যায় যা আমাদের উৎসাহ বা প্রেরণা দেয়। এছাড়া অনেক শিক্ষামূলক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি হাস্যকর ও অনেকটা অবাক করা ভিডিও ভাইরাল (Viral video) হচ্ছে। আসুন এই এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর বিষয় বিস্তারিত জেনেনি।

আজকের এই ভাইরাল হওয়া ভিডিওটি একটি গাধার (Donkey) বিষয়। আমরা তখনই কোনো ব্যক্তিকে গাধার উপাধি দিয়ে থাকি যখন সে কোনো বোকামির কাজ করে বা প্রয়োজনের অতিরিক্ত খাটনির প্রশ্ন আসে। তবে গাধা পশুটি অনেকটা ঘোড়ার মতো দেখতে হলেও ডাকার পদ্ধতি, আকার ও অন্যান্য অনেক বৈশিষ্ঠ রয়েছে যা ঘোড়ার থেকে আলাদা হয়। গাধার ডাকের কথা যদি হয় তবে গাধার ডাক শুনতে এতটাই বাজে লাগে যে গাধা যখন ডাকে লোকে কানে আঙ্গুল দিয়ে দেয়। কিন্তু ভাইরাল হওয়া ভিডিওতে যেই গাধাটি রয়েছে সেটি অন্যান্য গাধাদের মতো বিচ্ছিরি ভাবে ধইঞ্চু-ধাইঞ্চু আওয়াজ করে ডাকেনা বরং এই গাধার আওয়াজ অত্যন্ত সুরেলা।

ভাইরাল ভিডিওতে একটি গাধা নিজের সুরেলা আওয়াজ দ্বারা সবাইকে অবাক করে দিচ্ছে। আসলে সাধারণত গাধার কর্কশ স্বরে ডাকে কিন্তু ভিডিওতে এই গাধাটি খুব সুরেলা গলায় ডাকছে যা শুনে বোঝা কাছে যে গাধাটি গান গাওয়ার চেষ্টা করছে (Donkey sing a song through her sweet voice)। এই ভিডিওটি খুব র‍্যান্ডম ভাবে তৈরি করলেও লোকেরা এই ভিডিওটি খুব পছন্দ করেছেন আর তাই ভিডিওটি ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। আপনিও এই গাধাটি গান শুনে অবাক হয়ে যাবেন।