Viral Video: দুটি দৈত্যাকার অজগর সাপের লেজ ধরে টানাটানি করছিল এক ব্যক্তি, এরপর যা ঘটল তা জানলে আপনার প্রাণ কেঁপে উঠবে

দুটি দৈত্যাকার অজগর সাপের লেজ ধরে টানাটানি

সোশ্যাল মিডিয়া (Social Media) খুলেই চোখে পড়ে নানা মজার ভিডিও। কখনো পশু পাখি তো কখনো মানুষের ভিডিও। সোশ্যাল মিডিয়ার যুগে এই সব ভিডিও বেশ ভাইরাল (Viral Video) হয় এবং মানুষ সেগুলি থেকে বিনোদনও নেন। সম্প্রতি এমনই এক ভিডিও সামনে এসেছে। যা দেখে অনেকেই বেশ অবাক হয়েছেন। কি রয়েছে এই ভিডিওতে? চলুন ভিডিও থেকে বিস্তারিত জেনে নিন।

Video

আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। যেখানে এক ব্যক্তিকে দুটি সাপের লেজ ধরে টানতে দেখা যাচ্ছে (Man Pulls Two Giant Pythons By Their Tails)। যদিও সাপের লেজ ধরে সাপ ধরার ভিডিও আগেও ভাইরাল হয়েছে। তবে এটি একটু আলাদা। কেননা এই ভিডিওতে যে সাপটি দেখা যাচ্ছে, এটি যা তা সাপ হয়। এ হলো অজগর সাপ (Python Snake)। ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল।

পাইথন বা অজগর সাপের নাম শুনলেই যেখানে মানুষ ভয় পান, সেখানে এই ব্যাক্তির সাহসিকতা থেকে অনেকেই প্রসংশা করছেন। আবার অনেকে অবাকও হয়েছেন। তবে ওই ব্যক্তি কিন্তু একটুও দমেনি। মুখে একটুও ভয়ের ছাপ নেই। বরং তিনি হাসি মুখেই সাপ দুটিকে টানছেন। দেখে মনে হচ্ছে এটা তার রোজকার কার কাজ।

প্রসঙ্গত, ভিডিওটি jayprehistoricpets নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট (Instagram Account) থেকে শেয়ার করা হয়েছে। আর ওই ভিডিওতে দেখতে পাওয়া ব্যাক্তিটি হলেন আমেরিকান ইউটিউবার জে ব্রুয়ার (YouTuber Jay Brewer)। তাঁর অন্য আরেক পরিচয় হলো তিনি প্রাগৈতিহাসিক ইনক এর প্রতিষ্ঠাতা এবং সভাপতি। ভাইরাল এই ভিডিওটি এখনো পর্যন্ত বহু মানুষ দেখেছেন। অনেকে আবার নানা মন্তব্যতেও ভরিয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত প্রায় দেড় লক্ষের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন এবং নিজেদের মতামত জানিয়েছেন।