ডানা ঝাপটাতেই মুহূর্তে পাল্টে যাচ্ছে পাখির রঙ, ভিডিও দেখে অবাক নেটিজনরা

মুহূর্তে পাল্টে যাচ্ছে পাখির রঙ

সোশ্যাল মিডিয়া (Social Media) ঘিরে মাঝে মধ্যেই নানা ধরণের বিনিদনের ভিডিও প্রকাশ পায়। যা খুবই ভাইরাল হয়। মানুষ ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করেন। মাঝে মধ্যে আবার নানা পশু পাখির ভিডিও প্রকাশ পেতেও দেখা যায়। পৃথিবীতে কত সুন্দর পাখি রয়েছে তা সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো দৃষ্টির অগোচরেই থেকে যেত।

bird viral video

সম্প্রতি এমনি এক পাখির ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে। যেখানে পাখিটিকে রং বদলাতে দেখা যাচ্ছে। গিরগিটি রং বদলায় এ কথা সকলের জানা। তবে পাখিও রং বদলায়, একথা শুনে অনেকেই অবাক হয়েছেন। এমনি এক রং বদলু পাখির (Colour Charging Bird) ভিডিও বেশ ভাইরাল (Viral Video) হচ্ছে। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে তথ্য দেব।

সম্প্রতি ‘ওয়ার্ল্ড অফ সায়েন্স’ (World Of Science) নামক এক ইন্সটাগ্রামে (Instagram) একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে এক ব্যক্তির হাতে একটি পাখিকে বসে থাকতে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশ পাবার পরই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে। কেননা পাখিটিকে রং বদলাতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাখিটি ডানা ঝাপটাচ্ছে এবং মাথা নাড়ছে, সাথে সাথে ডানার রং বদলে যাচ্ছেন। নিমেষেই কমলা রং পরিবর্তিত হয়ে গোলাপি হচ্ছে। আবার গোলাপি রং পরিবর্তিত হয়ে বেগুনি হচ্ছে। অদ্ভুত এই ভিডিওটি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। ভিডিওটিতে ৩.৮ মিলিয়ন ভিউ এসেছে এবং ৯৯ হাজার মানুষ এটিতে লাইক করেছেন।

ভাইরাল হওয়া এই পাখিটির নাম সুরাকাভ (Surakav Bird), যা হামিংবার্ড প্রজাতির অন্তর্গত। উত্তর আমেরিকায় এই ধরণের পাখি চোখে পড়ে। পাখিটি প্রতি সেকেন্ড অন্তর অন্তর তার ডান ঝাপটায় এবং মুহূর্তে সেই ডানার রং পরিবর্তন হয়ে যায়। আসলে এই পাখিটির পালক কেরাটিন লেয়ার্স যুক্ত। যেকারণে ডানা ঝাপটালেই রং পরিবর্তন হয়। আকারে খুব বড় না হলেও, পাখিটি বেশ নজরকাড়ে। মাত্র কয়েক ইঞ্চি হয়ে থাকে এই পাখিটি। প্রসঙ্গত, পাখিটি দেখতে যেমন সুন্দর, দামও অনেক বেশি। একটি সুরাকাভ পাখি কিনতে ভারতীয় মূল্যে প্রায় ২৮.৮ লক্ষ টাকা খরচ পড়বে।