এত ঠান্ডা! বাড়ির বাইরে বেরোতেই জমে গেলো নুডুলস, রইল ভিডিও

বাড়ির বাইরে বেরোতেই জমে গেলো নুডুলস

সমগ্র বিশ্ব জুড়ে এখন শীতের রাজত্ব। শীত মানে আনন্দের শীত মানে উৎসবের। এমন পরিস্থিতিতে অনেকেই বরফের দেশে যেতে চান। আসলে শহর কলকাতায় শীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামে না। সেদিকে যে দেশগুলো শীত প্রধান দেশ সেখানে তাপমাত্রা থাকে মাইনাসের নীচে। এমন পরিস্থিতিতে সেখানে শীত কালে সমস্ত কিছু বরফ হয়ে যায়। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এক ব্যক্তির চুল দাড়ি থেকে শুরু করে নুডুলস বরফ হয়ে গিয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন।

Cold

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও প্রকাশ (Social Media Viral Video) পেয়েছে। যেখানে এক বাক্তিকে নুডুলসের বাটি হাতে ধরে দেখা যাচ্ছে। তাঁর চারিপাশ বরফে ডাকা। এমনকি তুষার পড়ে তাঁর চুল দাঁড়িও জমে বরফ হয়ে গিয়েছে। আসলে ওই ব্যাক্তিটি নুডুলস খেতে বাইরে এসে। তবে বাইরে এত ঠান্ডা যে নুডুলস বাটি ও চামচের মধ্যে আটকে যান। এই খাবার তিনি কিভাবে খাবেন এবার বুঝতে পারছেন না।

ভিডিওটিতে যে বাক্তিটিকে দেখা যাচ্ছে, তাঁর নাম জ্যাক ফিশার (Jack Fisher)। জ্যাক পেশায় অভিনেতা। সম্প্রতি তিনি তাঁর ইনস্ট্রগ্রাম আইডি (Instagram Account) থেকে বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওটিতে তাঁকে তুষারময় এলাকায় দেখা যাচ্ছে। যেখানে আসে পাশের পরিবেশ সহ তাঁর চুল দাঁড়িও বরফে জমে গিয়েছে। ভিডিও ভয়েসফজেক (Voicesofjack) নামক ইনস্ট্রগ্রাম আইডি থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে তাঁকে কাঁপা কাঁপা স্বরে বলতে শোনা যায় যে তিনি রোমেন খেতে এসেছেন। তবে সেটা খুবই ঠান্ডা।

 

ভয়েসফজেক থেকে শেয়ার করা এই ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে। এখনো পর্যন্ত ৪০ মিলিয়নের বেশি ভিউ পড়েছে। যার মধ্যে ১.২ মিলিয়ন মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। অনেকে নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভিডিওটি। যেখানে এক নেতিয়েন লিখেছেন, ‘গরম করার পর চেষ্টা করে দেখুন, আবার খাওয়ার যোগ্য কিনা।’ অন্য আরেক ব্যাবহার কারী লিখেছেন, ‘বরফ গলে গেলে আপনার শরীর থেকে পানি ঝরবে।’ এছাড়া একজন লিখেছেন, ‘ভিডিওটি দেখার পরই আমি কেঁপে উঠেছিলাম।’