স্মার্টফোন তৈরির দিক থেকে ভারত গড়ল নতুন ইতিহাস, বড়সড় ঝটকা খেল চীন

ভারতের বেশিরভাগ ইলেকট্রনিক্স জিনিস বিদেশ থেকে রপ্তানি করা হয়। ভারতের বেশির ভাগ মোবাইলগুলো চীন থেকে আমদানি হয়। তবে ভারতও এখন পিছিয়ে বসে নেই। ভারতেও এখন স্মার্টফোনের উৎপাদন শুরু হয়ে গিয়েছে।

মোদীজির মেড ইন্ডিয়ার ট্যাগ ব্যবহার করে, দেশে আবারও স্মার্টফোন উৎপাদন হচ্ছে। ভারত যে চীনের উপর ভরসা করে বসে নেই, তা এবছরের মোবাইল শিল্পের উপর বিনিয়োগ দেখলেই বোঝা যাবে। এখন ভারতের স্মার্টফোন বিদেশেও রপ্তানি হচ্ছে।

ভারতে একটা সময়ে স্মার্টফোন আমদানি হতো ৩.৫ বিলিয়ন ডলার। সেখানে আজ ৫০০ মিলিয়ন ডলারের মোবাইল আমদানি হচ্ছে। প্রায় ৭ গুণ কমে গিয়েছে। ভারত থেকে রপ্তানি হতো ২০০ মিলিয়ন ডলার। সেখানে আজ মোদির জামানায় রপ্তানি হচ্ছে ১.৭ বিলিয়ন ডলারে।

একটা সময়ের ভারতের Nokia ও Samsungএর মতো ব্র্যান্ডেড কোম্পানিগুলোকে বসিয়ে দিয়েছিল চীনা কোম্পানির oppo বা vivo ব্র্যান্ডগুলো। সেইসময় এই মোবাইলগুলোর দাম যেমন কম ছিল, তেমনি ফিচারও বেশি ছিল। তবে আজ সময় পাল্টিয়েছে, ভারত এখন নিজের দমে মোবাইল উৎপাদন করছে।