সিদ্ধার্থের চিতায় শুয়ে থাকা ছবি কি আসল নাকি নকল! জেনে নিন আসল সত্য

টিভি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যু ১১ দিন হয়েছে। উনি ২ সেপ্টেম্বর বহুজনের চোখে জল এনে দেহত্যাগ করেছে। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর যে শুধুমাত্র উনার পরিবার ও অনুগামীরা দুঃখ পেয়েছেন তা নয়। অভিনেতার হটাৎ মৃত্যুর খবরে পুরো টিভি ইন্ডাস্ট্রি হতবাক এবং শোকাচ্ছন্ন।

সিদ্ধার্থ শুক্লার মৃত্যতে উনার অনেক অনুগামী মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। অন্যদিকে সিদ্ধার্থের বন্ধু বান্ধব তার পরিবারের জন্য প্রার্থনা করছেন। এসবের মধ্যে সিদ্ধার্থের এক ছবি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়া ছবির উপর অনেকে অনেক রকম প্রতিক্রিয়া দিতে শুরু করেছে।

তবে ভাইরাল ছবিকে দেখে সকলে হতভম্ব হলেও ছবিটির সত্যতা আসলে একটু অন্যরকম। ভাইরাল ছবিতে সিদ্ধার্থকে চিতায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তবে এই ছবি এডিটিং করা বা ভুয়ো নয়। আসলে ছবিটি বালিকা বধূ সিরিয়ালের এক শোতে তোলা ছবি।

সেখানে সিদ্ধার্থ শুক্লাকে একজন IAS অফিসার হিসেবে দেখানো হয়েছিল। সিদ্ধার্থ ওই সিরিয়ালে শিবরাজ শেখর হিসেবে পরিচিত ছিল। এই চরিত্র একটা আদর্শ মানুষের ছিল। সিরিয়ালে এক দুর্ঘটনায় সিদ্ধার্থ মারা যায়, তারপর ওই ছবি শুটিং করা হয়। সিদ্ধার্থের আসল জীবনের সাথে এই ভাইরাল ছবির কোনো সম্পর্ক নেই। সিদ্ধার্থ শুক্লা ৪০ বর্ষীয় ছিলেন, উনার পরিবারে উনার মা ও দুই বোন রয়েছে।