৫ টাকার শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকাতে,মাত্র ৪ মাসে ১ লাখ বিনিয়োগকারী রিটার্ন পেয়েছেন ৫০ লাখ টাকা

৫ টাকার শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ২৫০ টাকাতে

সাধারণ ভাবে শেয়ার বাজারে (Share Bazar) বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এ বিষয়ে পোক্ত হলে বিনিয়োগ করা যেতে পারে। সে ক্ষেত্রে দারুণ ভাবে লাভবানও হতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ (Invest) করে খুব সহজে লাভবান হওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে এর বিপরীতও হতে পারে। আজ আপনাদের এমন এক সংস্থা সম্পর্কে বলবো, যে কোম্পানি আগামী ৪ মাস ধরে বিনিয়োগকারীদের ভালো রিটার্ন (Return) দিচ্ছেন। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

Share Market

আজ কথা বলবো, বরোদা রেয়ন কর্পোরেশনের (Baroda Reyon Corporation) কথা। এটি একটি টেক্সটাইল কোম্পানি। এই কোম্পানি গত ৪ মাস ধরে বেশ ভালো রিটার্ন দিচ্ছে। তথ্য অনুযায়ী, গত ৪ মাসে এই কোম্পানির শেয়ার হোল্ডাররা ৫০০০% বেশি রিটার্ন পেয়েছেন। এই কোম্পানির শেয়ারের দাম ৫ টাকা থেকে বেড়ে দাড়িয়েছে ২৫০ টাকায়।

বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) গত জুন মাসের ৩ তারিখ পর্যন্ত বরোদা রেয়ন কর্পোরেশনের শেয়ারগুলি ৫.১১ টাকায় ছিল। যা ২০ অক্টোবর ২০২২ তারিখে শেয়ার বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬৮.০৫ টাকা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ৩রা জুন ১লক্ষ টাকা বিনিয়োগ করে শেয়ার কিনতেন এবং বিনিয়োগ ধরে রাখতেন, তবে এখন তিনি ৫২.৪৫ লক্ষ টাকা রিটার্ন পেতেন। এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে ৬১৫ কোটি টাকা।

Stock

প্রায় সাড়ে চার মাসে বরোদা রেয়ন কর্পোরেশনের শেয়ার বিনিয়োগকারীদের ৫৬৭০ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০২২ এর ১লা জুন তারিখে বম্বে স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ার মূল্য দাড়িয়েছে ৪.৬৪ টাকায়। গত ২০ অক্টোবরে শেয়ার বেড়ে হয়েছে ২৬৮.০৫ টাকা। গত এক মাসে কোম্পানির প্রায় ৮৭% শেয়ার বৃদ্ধি পেয়েছে। তবে গত পাঁচদিন কোম্পানির ১৯% শেয়ার মূল্য কমেছে।

Share

Related Articles

Back to top button