মেয়ের বিয়ের সময় ৫১,০০০ টাকা দেবে মোদী সরকার, জানুন আবেদন সহ একাধিক তথ্য

প্রতিটা কন্যা সন্তানের মা-বাবার ইচ্ছা থাকে যে তারা তাদের নিজেদের মেয়ের বিয়ে অনেক ভালো করে  ও বড় করে দেবে। কিন্তু একটি বিয়ে ভালো করে দিতে গেলে সেই বিয়েতে প্রচুর পরিমানে খরচ হয়। আর অনেক মা-বাবার সামর্থ থাকে না বিয়ের এতো খরচা বহন করার। যার ফলে অনেক মা-বাবাকেই নিজের মেয়ের বিয়ে ভালোভাবে দেওয়ার স্বপ্নকে শেষ করে দিতে হয়। কিন্তু আজ আমরা আমাদের আর্টিকেলে এমন একটি তথ্য শেয়ার করতে চলেছি যা প্রতিটি মেয়ের মা-বাবার নিজের মেয়ের বিয়ে ভালো করে দেওয়ার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে। বিষয়টি হলো মেয়েদের বিয়ের জন্য একটি প্রকল্প সৃষ্টি করেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী শাদি-শাগুন যোজনার অধীনে কোনো মেয়ের বিয়ের জন্য সরকারের পক্ষ থেকে ৫১০০০ টাকা পাওয়া যাচ্ছে। আমাদের আর্টিকেলের মাধ্যমে জেনেনিন কারা কারা এই যোজনার সুবিধা পাবে। আর কোথায় ও কিভাবে যোজনার জন্য আবেদন করতে হবে।

Shaadi-shagun yojna

কেন এই উদ্যোগ?

কেন্দ্র সরকার সবসময়ই চেষ্টা করেন মেয়েদের সামাজিক অবস্থার উন্নতি ঘটানোর।  এই কারনে মেয়েদের জন্ম থেকে শুরু করে শিক্ষা এবং শিক্ষা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত কেন্দ্র সরকার অনেকরকম প্রকল্প সৃষ্টি করেছে যাতে মেয়ে ও তার পরিবারকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আর তাই সম্প্রতি মেয়েদের এই বিবাহ প্রকল্পটি চালু করেছে কেন্দ্র সরকার।

Shaadi shagun yojna

কারা এই যোজনার সুবিধা ভোগ করতে পারবে?

১) এই স্কিমের সুবিধা একটি কন্যা তখন নিতে পারবে যদি কন্যার এডুকেশন কোয়ালিফিকেশন কমপক্ষে স্নাতক পাশ হয়।

২) মেয়েকে সংখ্যালঘু সমাজের অংশ হতে হবে

৩) শুধুমাত্র মুসলিম, শিখ, বৌদ্ধ,জৈন, খ্রিস্টান ও পারসি মেয়েরাই এই প্রকল্পের লাভ নিতে পারবে।

৪)এছাড়া যারা বেগম হযরত মহল জাতীয়  বৃত্তি পাচ্ছে তারাও এই প্রকল্পের লাভ নিতে পারবে।

শাদি-শাগুন প্রকল্পের সুবিধা পেতে ও আবেদন করতে কি কি ডকুমেন্ট বা নথির প্রয়োজন হবে ?

এই প্রকল্পের জন্য আপনার কাছে মেয়ের বার্থ সার্টিফিকেট, স্কুলের ও কলেজের মার্কশিট, রেশন কার্ড, বাবা-মায়ের ব্যাংকের পাসবুক, আধার কার্ড, আবাসনের সার্টিফিকেট ইত্যাদি থাকতে হবে। আবেদন সম্পূর্ণ হলে ব্যাংকে টাকা ঢুকে যাবে।

Shaadi shagun yojna

আবেদন পদ্ধতি

১) প্রথমে মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েব পেজে যেতে হবে। www.india.gov.in-এ ক্লিক করতে হবে।

২) স্কলারশীপ অপশান বেছে নিতে হবে।

৩) শাদি-শাগুন যোজনার ফর্ম নির্বাচন করতে হবে।

৪) ফর্মটি ভরতে হবে।

৫) জমা করতে হবে।

৬) রেজিস্ট্রেশন স্লিপ যত্ন করে রেখে দিতে হবে।