নম্বর কমলেও, তালিকার প্রথম স্থানেই রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’, দেখে নিন বাকি ধারাবাহিকগুলোর অবস্থান

সাপ্তাহিক টিআরপি রেটিং জানার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে ধারাবাহিক প্রেমী মানুষজন । তাঁদের পছন্দের ধারাবাহিক (serial) ঠিক কোন স্থানে রয়েছে, তা জানার জন্য উদগ্রীব হয়ে থাকে দর্শকরা। আবার সেইসঙ্গে আভাস পাওয়া যায়, কোন ধারাবাহিক টিআরপি রেটিংর দিক থেকে পিছিয়ে থাকায়, বাজতে চলেছে বিদায়ের ঘণ্টা।
এবার দেখে নিন এই সপ্তাহে আপনার পছন্দের ধারাবাহিক ঠিক কোন স্থানে রয়েছে-
প্রথম- অনুরাগের ছোঁয়া- ৮.৭- স্টার জলসা।
দ্বিতীয়- জগদ্ধাত্রী- ৮.০- জি বাংলা।
তৃতীয়- খেলনা বাড়ি-৭.৫ – জি বাংলা।
চতুর্থ- গৌরী এলো- ৭.৩ – জি বাংলা।
চতুর্থ- নিম ফুলের মধু- ৭.৩- জি বাংলা।
পঞ্চম- রাঙা বউ- ৬.৭- জি বাংলা।
ষষ্ঠ- পঞ্চমী- ৬.৩ – স্টার জলসা।
সপ্তম- মেয়েবেলা- ৬.১- স্টার জলসা।
অষ্টম- সোহাগ জল- ৬.০- জি বাংলা।
নবম- হরগৌরী পাইস হোটেল- ৫.৯- স্টার জলসা।
দশম- গাঁটছড়া- ৫.৮- স্টার জলসা।
এই তালিকা দেখে বোঝা যাচ্ছে, দর্শকদের পছন্দের নিরিখে এই সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এসেছে জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। টিআরপি দেখে বোঝা যাচ্ছে, বেশ মজাদার গল্প নিয়ে পর্ণা এবং সৃজন দত্তের গল্প বেশ ভালোই মনে ধরেছে দর্শকদের।
আবার বেশ কয়েক সপ্তাহ পর এই তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। আবার স্টার জলসার ধারাবাহিক ‘মেয়েবেলা’র দর্শকদের জন্যও রয়েছে দারুণ সুখবর। এই সপ্তাহে টিআরপি তালিকার সপ্তম স্থানে দেখা গিয়েছে এই ধারাবাহিককে। তবে এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে এক নতুন ধারাবাহিক ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। দেখা যাক, স্টার জলসার এই ধারাবাহিক ঠিক কতোটা জায়গা করতে পারে টিআরপি তালিকায়।