ট্রেনের ছাদে এই গোলাকার ঢাকনা থাকে কেন? ৯০% মানুষ জানে না এর বৈজ্ঞানিক কারন

বগির ছাদে গোলাকার ছোট বক্স থাকার কারণ, কোচের ভিতরে কেন জালের মত অংশ থাকে? রইল আসল কারণ

ভারতের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো রেল (Indian Railways) মাধ্যম। এতে প্রতিদিন লাখ লাখ মানুষ এক স্থান থেকে অন্য স্থানে গন্তব্য করে। ট্রেনের মধ্যে আমরা প্রতিনিয়ত যাতায়াত করলেও এমন কিছু জিনিস আমাদের চোখে পড়ে যেগুলি ভাবনার মধ্যে। ট্রেনের এমন কিছু তৈরি যেমন রেললাইনের নকশা, ট্রেনের শেষপ্রান্তে ক্রস চিহ্ন, আরও বেশ কিছু জিনিস সম্পর্কে আমরা অবগত। কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন ট্রেনের বগির ছাদে গোলাকার বগের মতো কিছু একটা থাকে। যদি আমরা লক্ষ্য করেও থাকি, এর কাজ কি? কেন এটা তৈরী? সেসব নিয়ে কেউ ভাবি না। আসুন আমরা আপনাকে জানাবো ট্রেনে বগির ছাদে ওই ছোট বাক্স কেন তৈরি এবং এর কাজ কি!

Indian railway

গোলাকার ঢাকনা গুলি থাকার কারণ:-

ট্রেনে বগির ছাদে গোলাকার ঢাকনার মতো তৈরি করা হয়েছে। এই গোলাকার ঢাকনা বানানোর বিশেষ কারণও রয়েছে। এই ঢাকনা লাগানোর মূল উদ্দেশ্য হলো যাতে উপরিভাগে বায়ু চলাচল করতে পারে। আসলে ট্রেনের মধ্যে যখন প্রচুর পরিমাণে ভিড় হয় তখন ট্রেনের ভিতরে যাত্রীদের মধ্যে গরম ও শ্বাসরুদ্ধকর হয়ে ওঠে। যাত্রীদের অস্বস্তির কথা মাথায় রেখে এই ঢাকনা সিস্টেম। জানিয়ে দি, যদি ট্রেনে এমন ঢাকনা না থাকতো তাহলে যাতায়াত করা খুবই কঠিন হয়ে পড়তো।

 

বগির ভিতরে জাল কেন:-

একদিকে বগির ছাদে গোলাকার ঢাকনা এবং অন্যদিকে বগির ভিতরে সিলিংয়ে জাল রয়েছে। এই জালও যাত্রীদের অস্বস্তি এড়াতে বিশেষ ভূমিকা পালন করে। এর সাহায্যে ভিতরের গরম বাতাস বাইরে বেরিয়ে আসে। আমরা জানি গরম বাতাস সবসময় উপরের দিকে বয়ে যায়। এই কারণেই মূলত বগির ভিতর জাল ও ছাদে গোলাকার ঢাকনা তৈরী করা হয়েছে।

 

ট্রেনে ছাদে গোলাকার ঢাকনা এবং কোচের ভিতরে জাল, গরম বাতাস বের করার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে। বৃষ্টির সময় জলকে বগির ভিতরে আসতে দেয় না। যার কারণে বৃষ্টি হলেও ভিতরে থাকা যাত্রীদের কোনোরকম অসুবিধা হয় না।