নদীতে পয়সা ফেললে সত্যিই কী আসে সৌভাগ্য, না কুসংস্কার! নেপথ্যের বৈজ্ঞানিক কারণ চমকে দেবে আপনাকেও

আমাদের দেশ ভারতে এবং বিদেশেও জলে কয়েন ফেলে পার্থনা করার বা কোনো কিছু মনকামনা করার চল আছে। বলা হয় এমনটা করলে যা মণকামনা করা হয় ত পূর্ণ হয়। আবার কিছু কিছু মান্যতা এমনও রয়েছে যে নদীতে কয়েন ফেললে সৌভাগ্য আসবে জীবনে।

Scientific reason of why people throw coin on water or river

কিন্তু বলা যেতে পারে এগুলি সব কিছুই আসলে আমাদের কুসংস্কার। কিন্তু আপনি কি জানেন নদীতে কয়েন ফেলার এই চলের পিছনে আসলে রয়েছে বড় বৈজ্ঞানিক কারণ (Reason behind Why people throw coins on river or water)। তবে আসুন এই আর্টিকেলের মাধ্যমে এই কারনে বিষয় বিস্তারিত জেনেনি।

Scientific reason of why people throw coin on water or river

একটা সময় ছিল যখন আমাদের জলের প্রধান উৎস ছিল নদী। আর মানবশরীরের জন্য যেহেতু তামা খুব উপকারি ধাতু। তাই জলের মাধ্যমে আমাদের শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে তামা যায় তাই জন্যই আমাদের পূর্বপুরুষরা এই প্রথা চালু করেছিলেন।

Scientific reason of why people throw coin on water or river

 

সেই থেকে যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে। কিন্তু বর্তমানে এই প্রথার সাথে যুক্ত হয়েছে গুডলাক, মনকামণা পূরণ বা জীবনে সৌভাগ্য আসার কুসংস্কার গুলি। জলে কয়েন ফেলার এই বৈজ্ঞানিক কারণ জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।