এবার থেকে SBI এ যত খুশি UPI-এ পাঠানো যাবে না টাকা, লেনদেনের ক্ষেত্রে জারি নতুন সীমা

এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠানোর সহজ পদ্ধতি হলো UPI. এর মাধ্যমে দ্রুত টাকা ট্র্যান্সফারও করা যায়। এখন UPI এর মাধ্যমে অনলাইন অ্যাপগুলির মাধ্যমে টাকা খুব দ্রুত ট্রান্সফার করা সম্ভব। অনলাইন অ্যাপগুলি হলো Phone Pe, Goggle Pay এবং Paytm ইত্যাদি।

 

তবে ব্যাংকে গিয়ে টাকা পাঠানোও সম্ভব। IMPS বা NEFT মাধ্যমে ব্যাংকে গিয়ে টাকা ট্রান্সফার করা যায়। যখন অনলাইন পেমেন্ট সিস্টেম ছিল না, তখন লোকে এই ভাবেই টাকা ট্রান্সফার করতো অন্য অ্যাকাউন্টে। তবে এ ক্ষেত্রে কিছু সমস্যাও সম্মুখীন হতে হয় গ্রাহকদের। কারণ এগুলোর ক্ষেত্রে রিয়েল টাইম টাকা ট্রান্সফার হয় না।

বেশ কিছুক্ষণ সময় লেগে যায় টাকা পাঠাতে। ব্যাংকে লেনদেন বন্ধ থাকলে, তাহলে IMPS বা NEFT দিয়ে টাকা পাঠানো সম্ভব হয় না। IMPS বা NEFT তে অতিরিক্ত টাকা খরচ যেমন হয়, তেমন অতিরিক্ত টাইমও লাগে। তবে UPI এর ক্ষেত্রে সহজেই টাকা পাঠানো সম্ভব। এর জন্য অতিরিক্ত খরচের প্রয়োজন হবে না।

তবে ব্যাংকের ট্রানজাকশনে আলাদা আলাদা লিমিট রয়েছে। আসুন সেটা জেনে নিন।
ব্যাংকের নাম – ১) Abhyudaya Co- Operative Bank প্রতিটি ট্রানজাকশনের এক দিনের লিমিট ২৫০০০ টাকা
২) Adarsh Co- Operative Bank একদিকনের লিমিট ৫০,০০০ টাকা।
৩) Aditya Birla Idea Payment Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
৪) Airtel Payment Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
৫) Allhabad Bank একদিনের লিমিট ২৫০০০ টাকা।
৬) Axis Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
৭) Bandhan Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
৮) Bank of Baroda একদিনের লিমিট সীমা নেই।
৯) Bank of India একদিনের লিমিট ১০,০০০ হাজার টাকা।
১০) Bank of Maharashtra একদিনের লিমিট ১০০০০০ টাকা।
১১) Canara Bank একদিনের লিমিট ১০,০০০ হাজার টাকা।
১২) Central Bank of India একদিনের লিমিট ১০০০০০ টাকা।
১৩) Dena Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
১৪) HDFC Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
১৫) ICICI Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
১৬) IDBI Bank একদিনের লিমিট ২৫০০০ টাকা।
১৭) Indian Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
১৮) Jio Payment Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
১৯) Dena Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।
২০) State Bank of India একদিনের লিমিট ১০০০০০ টাকা।
২১) Punjab National Bank একদিনের লিমিট ২৫০০০ টাকা।
২২) UCO Bank একদিনের লিমিট ১০০০০০ টাকা।