‘মা ‘ উড়ালপুলে নাইটি পরে উদ্দাম নাচ স্যান্ডির ! ভিডিও ভাইরাল হতেই পুলিশের আইনি নোটিশ

মা উড়ালপুল এ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন ইউটিউবার স্যান্ডি সাহা।সোমবার সন্ধ্যে ছটা নাগাদ তার ফেসবুক পেজে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যাচ্ছেএকটি পাঁচতারা হোটেলের সামনে উড়ালপুলের ওপর এই আচমকা গাড়ি দাঁড় করিয়ে বৃষ্টির মধ্যে উদ্দাম নৃত্যে মেতেছেন স্যান্ডি সাহা। এই নামটার সাথে সকলেই বেশ পরিচিত। কোনো-না-কোনো বিতর্ক এর সাথে জড়িয়ে মাঝে মাঝেই শিরোনামে আসতে দেখা যায় স্যান্ডি সাহা কে। সমাজের লোকের কথা গায়ে না মেখে,নিত্য নতুন সাজে হাজির হন স্যান্ডি সাহা। কখনো কাদা কাদা, তো খুব অদ্ভুত কাপড় চোপড় পড়া সবেতেই রয়েছে স্যান্ডি সাহা।

এখন কথা হচ্ছে মা উড়ালপুল এ কি এমন হল যে পুলিশি ঝামেলায় জড়ালেন স্যান্ডি। আসলে মা উড়ালপুল এর ওপরে গাড়ি থামিয়ে নাইটি পড়ে উদ্যম নাচে মেতে উঠেছিলেন স্যান্ডি সাহা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে।ভাইরাল সেই ভিডিও নজরে আসে লালবাজার এর, সেখানেই বাধে বিপত্তি।

উয়ালপুল এর মধ্যে অকারণে গাড়ি থামানোর অভিযোগে ইতিমধ্যেই গাড়ির মালিক ও স্যান্ডি সাহার নামে ব্যবস্থা নিয়েছে তিলজলা ট্রাফিক গার্ড।তিনি জানিয়েছেন, স্যান্ডি কে নাকি বারবার বারণ করেছিলেন তিনি উড়ালপুলে গাড়ি থামিয়ে নামার জন্য। তবে সে কথা শোনেননি স্যান্ডি।

এদিকে স্যান্ডির মতে,” ক্যাব চালক বলেছেন উনি বারণ করা সত্ত্বেও আমি উড়ালপুলে নেমেছি। পুলিশ এলে নাকি আমি নাটক করতে বলেছিলাম। এমন কিছুই আমি করিনি। আমি শুধু ওকে বলেছিলাম গাড়িটা দাঁড় করাতে আমি ভিডিও করব। চালকের উচিত ছিল নিষেধাজ্ঞার কথা আমায় জানানো। কিন্তু উনি সেটা করেননি। বরং বলেছিলেন কোন অসুবিধা নেই। আমি এরপর নেমে যাই এবং নাচানাচি করে ভিডিও বানাই। সেতো আমি সবসময়ই রাস্তায় বেরোলে নাচানাচি করি “।

https://www.facebook.com/sandysahaofficial/videos/1509256602741622/

তবে ক্যাপ চালকের বিরুদ্ধে যাতে কোন কড়া পদক্ষেপ যেমন লাইসেন্স বাতিল না হয় তার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন স্যান্ডি। শুধু তাই নয় স্যান্ডি সাহা জানিয়েছেন,প্রয়োজনে চালককে অর্থসাহায্য করতেও প্রস্তুত তিনি।