সুপারফ্লপ ‘কিসি কা ভাই কিসি কি জান’! কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান

প্রায় তিন দশক ধরে বলিউডে রাজ করছেন সলমন খান (salman khan)। আজ অবধি তিনি এখনও বলিউডের ‘মোস্ট এলিজেবল সিঙ্গেল’। একাধিক অভিনেত্রীদের সঙ্গে তাঁর নাম জড়ালেও, ছাঁদনাতলা অবধি কেউই পৌঁছাতে পারননি। ষাটের দোরগোড়ায় দাঁড়িয়ে বিনোদন দুনিয়া সম্পর্কে এক বড় সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা। যা শুনে কিছুটা তাজ্জব হয়ে গেল তাঁর ফ্যানরা।
বেশ কয়েকবছর ধরে চলচ্চিত্রের বাজারে ভীষণভাবে মার খাচ্ছেন সলমন খান। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি চলচ্চিত্র ফ্লপ হয়েছে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’ও ফ্লপ হওয়ার পর হতাশায় ভুগছেন সলমন খান। আর এই পরিস্থিতিতে আগামী কিছুদিন চলচ্চিত্র জগত থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন বলিউডের ভাইজান।
হিসেব বলছে, প্রতিবছরই ইদের সময় ভক্তদের মধ্যে নিজের ভাবমূর্তি ধরে রাখতে ধামাকাদার চলচ্চিত্র নিয়ে আসেন সলমন খান। কিন্তু সেই চলচ্চিত্র মুক্তির আগে দর্শকদের মধ্যে উন্মাদনা থাকলেও, মুক্তির পর দেখা যায়, সেই চলচ্চিত্র সুপারফ্লপ। ‘টিউবলাই’, ‘ভারত’, ‘রাধে’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’র পর এই বছরও এর কোন ব্যতিক্রম হল না। এই বছর ইদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কিসি কা ভাই কিসি কি জান’ সুপারফ্লপ প্রমাণিত হল।
রিপোর্ট বলছে এই চলচ্চিত্র প্রায় ১০০ কোটির ব্যবসা দিতে পেয়েছে, যা অত্যান্ত দুঃখজনক। তাই এই চলচ্চিত্রের ফলাফল দেখার পর এক বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান। হাতে থাকা যশরাজের ‘টাইগার ৩’র শ্যুটিং শেষ করেই বেশকিছুদিনের বিরতি নিতে চলেছেন সলমন খান। এমনকি আগামী বছর ইদের সময় করণ জোহারের আসন্ন চলচ্চিত্রে সমলন খান থাকার কথাবার্তা হলেও, সেবিষয়ে আপাতত দাঁড়ি টানতে চাইছেন ভাইজান। কিছুদিন বিশ্রাম নেওয়ার পর সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছে।