দিল্লীর মুখ্যমন্ত্রীর থেকে বেশি স্যালারি পান মুকেশ আম্বানির কুক, শুনলে হবেন অবাক

ভারতের ধনপতিদের ইতিহাসে যার নাম সবার প্রথমে আসে, তিনি হলেন মুকেশ আম্বানি তাঁর বিলাসবহুল জীবনযাপন প্রায় খবরের শিরোনামে আসতে দেখা যায়। তিনি যে বাড়িতে থাকেন সেটাও ভারতের মধ্যে সবচেয়ে বড় বাড়ি। তাঁর বিলাসবহুল বাড়িতে বিভিন্ন ফ্লোরে রেস্টুরেন্টে, জিম, সুইমিং পুল ইত্যাদি রয়েছে। তবে আজ কথা বলবো, মুকেশ আম্বানি বাড়ির কর্মচারীদের বেতন নিয়ে।

ওয়েবসাইটের নিবন্ধ অনুসারে জানা গিয়েছে, মুকেশ আম্বানির বাড়িতে ৬০০ জন কর্মচারী কাজ করে।আম্বানির বাড়ির কুকেদের সর্বনিম্ন বেতন শুরু হয়ে থাকে ২০০০০০ টাকা।

আম্বানির জন্য স্পেশাল কুকও আছে। যিনি আম্বানির জন্য রান্না করেন। তাঁর বেতনের পরিমান অনেক বেশি। যদিও আম্বানি খুবই সাধারণ জীবন যাপন বেশি পছন্দ করেন। তিনি সকাল শুরু করেন পেঁপের রস দিয়ে। দুপুরে সুপ এবং স্যালাড পছন্দ করেন। রাতে খেয়ে থাকেন রুটি এবং ডাল। তিনি গুজরাট খাবার বেশি পছন্দ করেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর বেতন যেখানে ২০০০০০ টাকা নয়। সেখানে আম্বানির কর্মচারীদের সর্বনিম্ন বেতন শুরু হচ্ছে ২ লক্ষ টাকা। তাছাড়াও কর্মচারীদের সন্তানরাও আমেরিকায় পড়াশুনা করে। তাছাড়াও কর্মচারীর জন্য আরো কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে- শিক্ষা ভাতা, থাকা খাওয়া সুবিধা, বীমা ইত্যাদি।