‘কারো কাছে এক পয়সাও অর্থ সাহায্য চাওয়া হয়নি’, দেখুন ফেসবুকের দীর্ঘ পোস্টে আর কী কী জানালেন সব্যসাচী

আগের থেকে এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (aindrila sharma)। এমনটাই জানিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। একপ্রকার সাপোর্ট ছাড়াই ভেন্টিলেশন থেকেও বেরিয়ে আসার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন শুক্রবার রাতে। স্যোশাল মিডিয়া জুড়ে বর্তমানে শুরুই ঐন্দ্রিলার আরোগ্য কামনার পোস্ট ঘুরে বেড়াচ্ছে। গোটা বঙ্গবাসী এখন এক মনে অভিনেত্রীর সুস্থতা কামনা করছে।

Aindrila Sharma

তবে এরই মধ্যে সংবাদ মাধ্যমে প্রচারিত হয় যে, এইসময় ঐন্দ্রিলার পাশে এসে দাঁড়িয়েছেন সনামধন্য গায়ক অরিজিৎ সিং (arijit singh)। এতদিন অবধি ঐন্দ্রিলার চিকিৎসার জন্য যত টাকা খরচা হয়েছে, এমনকি ভবিষ্যতেও যা খরচ হবে, সেসমস্ত খরচ মেটাবেন অরিজিৎ সিং।

https://www.facebook.com/sabyasachi.chowdhury.94/posts/5973560009334839

এবার এই দাবি খারিজ করলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। পরিবারের সামর্থ্য অনুযায়ীই ঐন্দ্রিলার চিকিৎসা হবে বলে জানান তিনি। এইক্ষেত্রে কারো কাছ থেকে কোন আর্থিক সাহায্য নেওয়া হবে না বলেই জানালেন সব্যসাচী। এই বিষয়ে স্যোশাল মিডিয়ায় লেখা তাঁর দীর্ঘ পস্টে তিনি লেখেন, ‘চিকিৎসার খরচ নিয়ে লেখালিখি বন্ধ করা উচিত, পরিবারের সামর্থ্য অনুযায়ীই চিকিৎসা হবে, এখনো অবধি কারোর কাছে এক পয়সাও অর্থসাহায্য চাওয়া হয়নি অথবা কারোর থেকে এক পয়সাও গ্রহণ করা হয়নি। তাই এটা নিয়ে লেখা মানে ঐন্দ্রিলাকে অপমান করা এবং তার পরিবারকে ছোট করা। নিজের অপমান গায়ে মাখি না ঠিকই কিন্তু ওর অপমানে আমার গায়ে ফোস্কা পড়ে’।

img 20221119 160607

এখানেই শেষ নয়, আবার গায়ক অরিজিৎ সিং-র (arijit singh) সঙ্গে ঐন্দ্রিলার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়া নিয়ে এই পোস্টে তিনি লেখেন, ‘সর্বশেষে বলি, মানুষের গায়ে আজকাল বড়ই শকুন শকুন গন্ধ পাই। গত দুইদিন ধরে হাসপাতালের নিচে বেশ ভিড় জমেছিলো, ওর অবস্থার উন্নতি ঘটাতে কাল রাত থেকে একেবারে খাঁ খাঁ করছে। তবে গত দুদিনের এত নেগেটিভিটির মাঝে একটামাত্র মানুষ আমায় কিছু তথ্য দিয়ে প্রথম আলোর দিশা দেখায়, যার সাথে সারাদিন নির্দ্বিধায় চিকিৎসা নিয়ে আলোচনা করি, তিনি অরিজিৎ সিং। ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে। রাখে বড়মা, তো মারে কোন।’